বিনোদন ডেস্ক : ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলী’, ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় অভিনয় করে জ্যোতিকা জ্যোতি অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। তা ছাড়া কলকাতায় জ্যোতি অভিনীত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমাটিও প্রশংসা কুড়িয়েছে। সর্বশেষ তার অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
তবে বেশ কিছু দিন ধরে তার সরব উপস্থিতি নেই। কাছের মানুষদের সঙ্গেও তেমন যোগাযোগ রাখছেন না। এবার নিজেই এর কারণ জানালেন। মূলত জ্যোতি নীরবে নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন। আর কারণে নিজেকে আড়ালে রেখেছেন বলে জানান এই অভিনেত্রী।
বুধবার এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জ্যোতি। তাতে এ অভিনেত্রী বলেন, ‘নতুন সিনেমার প্রয়োজনে কাছের মানুষসহ সবার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেছি। আমাদের কাজের সুবিধার্থে আমরা চুপচাপ শুধু কাজটা করছি। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
সিনেমাটি কে পরিচালনা করছেন তা জানা যায়নি। তবে নিজের চরিত্র প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আমার দর্শকদের জন্য একটু সু-খবর দিয়েই রাখি, আমি চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করছি এবং এই সিনেমা আপনাদের হৃদয় ছুঁবে।’
যে কারণে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন নায়িকা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ