বিনোদন ডেস্ক: টলিউড সুপারস্টার অভিনেতা মিঠুন চক্রবর্তী ও শ্রদেবীর প্রেমের কথা সবার জানা। শোবিজ অঙ্গনে গুঞ্জন আছে শ্রীদেবীকে নাকি লুকিয়ে বিয়েও করেছিলেন মিঠুন। প্রেমের গুঞ্জনে সংবাদের শিরোনামে হয়েছে বহুবার। তবে সম্পর্ক নিয়ে দুইজনের কেউ টু শব্দটি করেননি। অনুরাগীদের মনে এখনও প্রশ্ন জাগে কেন তাঁদের সম্পর্কের ইতি ঘটেছিল?
ঠিক কী কারণে শ্রীদেবী ও মিঠুনের সম্পর্ক ভেঙেছিল?
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক করণ রাজদান জানিয়েছেন, ‘মিঠুন খুব শান্ত স্বভাবের মানুষ খুবই আবেগপ্রবণ। মিঠুনের সঙ্গে নানা কারণে শ্রীদেবীর ঝগড়া লেগেই থাকত। দুজন চিৎকার করে ঝগড়া করতেন। তাঁদের বাড়িতে গিয়ে দেখেছি, বন্ধ ঘরে সারারাত ধরে ঝগড়া করতেন।’
এরপর তিনি যোগ করেন, ‘রাতভর ঝগড়া পরের দিন সকালে দুজনেই শুটিংয়ে যেতেন এমনভাবে, যেন কিছুই ঘটেনি। তবে এই ঝগড়া প্রতিদিনেই হত। ঝগড়ার কারণেই হয়তো তাঁদের সম্পর্কটা টিকল না। তবে দুইজন দুইজনকে খুব ভালোবাসতেন।’
১৯৯৬ সালে অভিনেতা বনি কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউডের প্রয়াত সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী। বিয়ের একবছর পর ঘর আলো করে জন্ম নেন জাহ্নবী কাপুর। ২০০০ সালে শ্রীদেবী-বনি দম্পতির ঘরে জন্ম নেন খুশি কাপুর।
১৯৭৯ সালে অভিনেত্রী হেলেনা লিউকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী । তাঁদের বৈবাহিক সম্পর্ক মাত্র চার মাস স্থায়ী হয়েছিল। মিঠুন- হেলেনার বিচ্ছেদের পর একই বছরে, ১৯৭৯ সালে যোগিতা বালির সঙ্গে বিবাহ করেন। এই দম্পতির চারটি সন্তান রয়েছে।
ওআ/আপ্র/২৯/০৮/২০২৫