ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

যে কারণে ভেঙে গেল বিটিএস

  • আপডেট সময় : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বিটিএস আর্মিদের মনে কাল (১৫ জুন) থেকে এক অসম্ভব দোলাচল! চোখের জলে ভাসছেন তারা। দুদিন আগেও নবম বছরের সেলিব্রেশন ছিল দেখার মতো। আর গতকাল (১৫ জুন) সব কেমন যেন ওলট-পালট। কারণ ভেঙে গেছে বিটিএস। সহসাই আর একমঞ্চে দেখা যাবে না আরএম, হোপ, জিমিনদের। কোরিয়ান মিউজিকের দুনিয়ায় বিটিএস অনন্য। শুধু কোরিয়া নয়, বিশ্ব মিউজিকে তারা ভিন্ন নজির গড়েতে সক্ষম হয়েছে। তাদের গ্লোবাল ফ্যান ফলোয়িং কিংবা মিউজিকের সঙ্গে তুলনা হয় না কারোরই। এদিকে গতকাল (১৫ জুন) সন্ধ্যাবেলা ফিসটা ডিনারের সময়ই তারা চমকে দিলেন সবাইকে। এরপর থেকেই চোখের জল বিসর্জন দিচ্ছেন আর্মিরা। জানানো হয়, তারা একেবারের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন না বরং নিজেদের সোলো মিউজিকের প্রতি আরও বেশি করে মনোযোগ দেবেন। কিছুদিন মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন না। আর নিজেদের এত বছরের জার্নি ব্যাখ্যা করতে গিয়েই চোখের জল ফেললেন লিডার আরএম। তার বক্তব্য, ‘‘ডায়নামাইট’ রিলিজের পর থেকেই কেমন যেন সবকিছু আলগা হতে শুরু করলো। গ্রুপের ছন্দ এখন অনেকটা আলাদা।’’ আর্মিদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘কখনোই ভাববেন না যে বিটিএস নেই! আমরা সবসময় বিটিএস আছি আর থাকবো। আমরা মনে প্রাণে এক থাকতে চাই। প্রতিবার যখন গান লিখতাম বা সুর করতাম তখন মনে হতো ভালো একটা মেসেজ দিতে হবে। সেটাই চেষ্টা করতাম, তবে ‘পারমিশন টু ড্যান্স’ রিলিজের পরেই যেন সবকিছু বদলে গেল। গানের মাধ্যমে একটা স্পেশাল মেসেজের বিষয়টা এখন হারিয়ে গেছে। আমরা আমাদের দিক হারিয়েছি, ফিরতে একটু সময় লাগবে! তবে কথা দিচ্ছি ফিরবো।’’বিটিএসের আরেক সদস্য জে-হোপ বলেন, ‘আমাদের এখন আলাদাভাবে সময় কাটাতে হবে। শিখতে হবে কীভাবে আবার একত্র হওয়া যায়। আশা করি, আপনারা এটাকে নেতিবাচকভাবে দেখবেন না।
বিটিএস অফিসিয়াল সূত্রে খবর, তারা নতুন চ্যাপ্টার নিয়ে মন জয় করতে চান সবার। স্টেজে একসঙ্গে তারা খুব শিগগিরই ফিরবেন। ১৩ জুন ব্যান্ডটির জন্য বিশেষ দিন। ৯ বছর আগে যাত্রা শুরু হয়েছিল ব্যান্ডটির। প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে ১০ জুন মুক্তি পেয়েছে ব্যান্ডটির নতুন অ্যালবাম ‘প্রুফ’। এটি সংকলিত অ্যালবামে। ২৮টি গানের অ্যালবামটি মুক্তির পর যথারীতি আলোচনার শীর্ষে চলে এসেছে। টাইটেল ট্র্যাক ‘ইয়েট টু কাম’ গানটি ব্যান্ডের ৯ বছরের যাত্রাকে তুলে ধরে। এটি প্রকাশের পর তিন দিনে ইউটিউবে গানটির ভিউ ৭৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ইতোমধ্যেই রেকর্ড তিন মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যে কারণে ভেঙে গেল বিটিএস

আপডেট সময় : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

বিনোদন ডেস্ক : বিটিএস আর্মিদের মনে কাল (১৫ জুন) থেকে এক অসম্ভব দোলাচল! চোখের জলে ভাসছেন তারা। দুদিন আগেও নবম বছরের সেলিব্রেশন ছিল দেখার মতো। আর গতকাল (১৫ জুন) সব কেমন যেন ওলট-পালট। কারণ ভেঙে গেছে বিটিএস। সহসাই আর একমঞ্চে দেখা যাবে না আরএম, হোপ, জিমিনদের। কোরিয়ান মিউজিকের দুনিয়ায় বিটিএস অনন্য। শুধু কোরিয়া নয়, বিশ্ব মিউজিকে তারা ভিন্ন নজির গড়েতে সক্ষম হয়েছে। তাদের গ্লোবাল ফ্যান ফলোয়িং কিংবা মিউজিকের সঙ্গে তুলনা হয় না কারোরই। এদিকে গতকাল (১৫ জুন) সন্ধ্যাবেলা ফিসটা ডিনারের সময়ই তারা চমকে দিলেন সবাইকে। এরপর থেকেই চোখের জল বিসর্জন দিচ্ছেন আর্মিরা। জানানো হয়, তারা একেবারের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন না বরং নিজেদের সোলো মিউজিকের প্রতি আরও বেশি করে মনোযোগ দেবেন। কিছুদিন মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন না। আর নিজেদের এত বছরের জার্নি ব্যাখ্যা করতে গিয়েই চোখের জল ফেললেন লিডার আরএম। তার বক্তব্য, ‘‘ডায়নামাইট’ রিলিজের পর থেকেই কেমন যেন সবকিছু আলগা হতে শুরু করলো। গ্রুপের ছন্দ এখন অনেকটা আলাদা।’’ আর্মিদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘কখনোই ভাববেন না যে বিটিএস নেই! আমরা সবসময় বিটিএস আছি আর থাকবো। আমরা মনে প্রাণে এক থাকতে চাই। প্রতিবার যখন গান লিখতাম বা সুর করতাম তখন মনে হতো ভালো একটা মেসেজ দিতে হবে। সেটাই চেষ্টা করতাম, তবে ‘পারমিশন টু ড্যান্স’ রিলিজের পরেই যেন সবকিছু বদলে গেল। গানের মাধ্যমে একটা স্পেশাল মেসেজের বিষয়টা এখন হারিয়ে গেছে। আমরা আমাদের দিক হারিয়েছি, ফিরতে একটু সময় লাগবে! তবে কথা দিচ্ছি ফিরবো।’’বিটিএসের আরেক সদস্য জে-হোপ বলেন, ‘আমাদের এখন আলাদাভাবে সময় কাটাতে হবে। শিখতে হবে কীভাবে আবার একত্র হওয়া যায়। আশা করি, আপনারা এটাকে নেতিবাচকভাবে দেখবেন না।
বিটিএস অফিসিয়াল সূত্রে খবর, তারা নতুন চ্যাপ্টার নিয়ে মন জয় করতে চান সবার। স্টেজে একসঙ্গে তারা খুব শিগগিরই ফিরবেন। ১৩ জুন ব্যান্ডটির জন্য বিশেষ দিন। ৯ বছর আগে যাত্রা শুরু হয়েছিল ব্যান্ডটির। প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে ১০ জুন মুক্তি পেয়েছে ব্যান্ডটির নতুন অ্যালবাম ‘প্রুফ’। এটি সংকলিত অ্যালবামে। ২৮টি গানের অ্যালবামটি মুক্তির পর যথারীতি আলোচনার শীর্ষে চলে এসেছে। টাইটেল ট্র্যাক ‘ইয়েট টু কাম’ গানটি ব্যান্ডের ৯ বছরের যাত্রাকে তুলে ধরে। এটি প্রকাশের পর তিন দিনে ইউটিউবে গানটির ভিউ ৭৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ইতোমধ্যেই রেকর্ড তিন মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।