ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

যে কারণে বাড়ছে ফোন সাইলেন্ট রাখার প্রবণতা

  • আপডেট সময় : ০৯:৪০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ফোন কেনার পর পরই রিংটোন শোনা হতো। কার রিংটোন কত ভালো তা নিয়েও হতো প্রতিযোগিতা। কিন্তু এখন আর এমন চিত্র দেখা যায় না। রিংটোন শোনা বা এটি নিয়ে প্রতিযোগিতা হবে কী করে, এখন তো রিংটোনই ব্যবহার করে না অনেকে। বিশেষ করে তরুণরা ফোন সাইলেন্ট করে রাখতে বেশি পছন্দ করে।
গবেষণায়ও ওঠে এসেছে এমন তথ্য। ওইসব গবেষণা বলছে, রিংটোনের প্রতি আগ্রহ হারাচ্ছে তরুণরা। ফোন সাইলেন্ট রাখাকে ফ্যাশনের একটি অংশ বলেও মনে করে অনেক তরুণ।
কয়েকটি গবেষণার তথ্য নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ১৬-২৪ বছর বয়সী বেশিরভাগ স্মার্ট ফোন ব্যবহারকারী রিংটোন ব্যবহার করছে না। তারা কলিংয়ের পরিবর্তে মেসেজিং অ্যাপগুলো ব্যবহার করছে এবং ফোন সাইলেন্ট রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তরুণরা কেন ফোন সাইলেন্ট রাখতে পছন্দ করছে‑ এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, তরুণরা এখন স্মার্ট ফোনেই বেশি সময় কাটায়। ফলে বাড়তি শব্দের প্রয়োজন হয় না। যেকোনোও নোটিফিকেশন, মেসেজ বা কল এলে সঙ্গে সঙ্গেই দেখে নেয় তারা। ফোন সবসময় কাছে থাকে বলেই রিংটোন ব্যবহারের প্রয়োজন হয় না। এছাড়া বর্তমানে স্মার্ট ওয়াচের মতো ডিভাইসের জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে নারীরা এই প্রযুক্তির প্রতি বেশি ঝুঁকেছেন। স্মার্ট ওয়াচ স্মার্ট ফোনের সঙ্গে যুক্ত থাকে বলে কোনও নোটিফিকেশন এলে কব্জিতেই ভাইব্রেশন বোঝা যায়। এ কারণে রিংটোন ব্যবহার না করলেও চলে।
মোবাইল অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্মার্ট ফোন ব্যবহারকারীদের মধ্যে রিংটোনবিষয়ক অ্যাপ ডাউনলোড করার হার ৪ বছরে ২০ শতাংশ কমেছে। ২০১৬ সালে রিংটোন বিষয়ক অ্যাপ ডাউনলোড করা হতো ৪৬ লাখ, যা ২০২০ সালে কমে ৩৭ লাখে দাঁড়িয়েছে। ভবিষ্যতে রিংটোন বিষয়ক অ্যাপ ডাউনলোডের হার আরও কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আগুনে সব হারিয়ে আহাজারি কড়াইলে বস্তিবাসীর, খোলা মাঠে আশ্রয়

যে কারণে বাড়ছে ফোন সাইলেন্ট রাখার প্রবণতা

আপডেট সময় : ০৯:৪০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : ফোন কেনার পর পরই রিংটোন শোনা হতো। কার রিংটোন কত ভালো তা নিয়েও হতো প্রতিযোগিতা। কিন্তু এখন আর এমন চিত্র দেখা যায় না। রিংটোন শোনা বা এটি নিয়ে প্রতিযোগিতা হবে কী করে, এখন তো রিংটোনই ব্যবহার করে না অনেকে। বিশেষ করে তরুণরা ফোন সাইলেন্ট করে রাখতে বেশি পছন্দ করে।
গবেষণায়ও ওঠে এসেছে এমন তথ্য। ওইসব গবেষণা বলছে, রিংটোনের প্রতি আগ্রহ হারাচ্ছে তরুণরা। ফোন সাইলেন্ট রাখাকে ফ্যাশনের একটি অংশ বলেও মনে করে অনেক তরুণ।
কয়েকটি গবেষণার তথ্য নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ১৬-২৪ বছর বয়সী বেশিরভাগ স্মার্ট ফোন ব্যবহারকারী রিংটোন ব্যবহার করছে না। তারা কলিংয়ের পরিবর্তে মেসেজিং অ্যাপগুলো ব্যবহার করছে এবং ফোন সাইলেন্ট রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তরুণরা কেন ফোন সাইলেন্ট রাখতে পছন্দ করছে‑ এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, তরুণরা এখন স্মার্ট ফোনেই বেশি সময় কাটায়। ফলে বাড়তি শব্দের প্রয়োজন হয় না। যেকোনোও নোটিফিকেশন, মেসেজ বা কল এলে সঙ্গে সঙ্গেই দেখে নেয় তারা। ফোন সবসময় কাছে থাকে বলেই রিংটোন ব্যবহারের প্রয়োজন হয় না। এছাড়া বর্তমানে স্মার্ট ওয়াচের মতো ডিভাইসের জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে নারীরা এই প্রযুক্তির প্রতি বেশি ঝুঁকেছেন। স্মার্ট ওয়াচ স্মার্ট ফোনের সঙ্গে যুক্ত থাকে বলে কোনও নোটিফিকেশন এলে কব্জিতেই ভাইব্রেশন বোঝা যায়। এ কারণে রিংটোন ব্যবহার না করলেও চলে।
মোবাইল অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্মার্ট ফোন ব্যবহারকারীদের মধ্যে রিংটোনবিষয়ক অ্যাপ ডাউনলোড করার হার ৪ বছরে ২০ শতাংশ কমেছে। ২০১৬ সালে রিংটোন বিষয়ক অ্যাপ ডাউনলোড করা হতো ৪৬ লাখ, যা ২০২০ সালে কমে ৩৭ লাখে দাঁড়িয়েছে। ভবিষ্যতে রিংটোন বিষয়ক অ্যাপ ডাউনলোডের হার আরও কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।