ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

যে কারণে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন থেকে সরে যান কার্তিক

  • আপডেট সময় : ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউড তারকারা হরহামেশাই বিতর্কিত পণ্যের বিজ্ঞাপনে জড়িয়ে সমালোচিত হন সামাজিক মাধ্যমে। তবে এই ব্যাপারে সচেতন কার্তিক আরিয়ান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট প্রসঙ্গে কথা বলেছেন। কার্তিক জানিয়েছেন পান মশলার বিজ্ঞাপনের প্রস্তাব তার কাছেও এসেছিল। তিনি ফিরিয়ে দিয়েছেন। কয়েক বছর আগে অভিনেতাকে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনেও দেখা গেছে। কিন্তু সেই চুক্তি নবায়ন করেননি কার্তিক। সাক্ষাৎকারে কার্তিক বলেন, ‘একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেছিলাম কিছুদিন আগে। এই কাজ বন্ধ করে দিয়েছি। চুক্তি নবায়ন করাটা ভুল হবে বলে মনে হয়েছে আমার।’ কার্তিককে জিজ্ঞেস করা হয়, অন্য অভিনেতারা কেন এধরণের বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নেন সেই প্রসঙ্গে। উত্তরে কার্তিক বলেন, ‘তাদের পছন্দের ব্যাপারে তো আমি মন্তব্য করতে পারি না। হয়তো এটা তাদের জন্য গ্রহণযোগ্য, আমার জন্য নয়।’ ২০১৮ সালে ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমার পরে কার্তিক ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অংশ নেন। বিজ্ঞাপনে কার্তিক প্রচার করেছিলেন যে ক্রিমটি ব্যবহার করলে পুরুষরাও ফর্সা হয়ে যাবেন। বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা। পরে কোম্পানি পণ্যটির নাম বদলে ফেলে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে কারণে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন থেকে সরে যান কার্তিক

আপডেট সময় : ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

বিনোদন ডেস্ক: বলিউড তারকারা হরহামেশাই বিতর্কিত পণ্যের বিজ্ঞাপনে জড়িয়ে সমালোচিত হন সামাজিক মাধ্যমে। তবে এই ব্যাপারে সচেতন কার্তিক আরিয়ান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট প্রসঙ্গে কথা বলেছেন। কার্তিক জানিয়েছেন পান মশলার বিজ্ঞাপনের প্রস্তাব তার কাছেও এসেছিল। তিনি ফিরিয়ে দিয়েছেন। কয়েক বছর আগে অভিনেতাকে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনেও দেখা গেছে। কিন্তু সেই চুক্তি নবায়ন করেননি কার্তিক। সাক্ষাৎকারে কার্তিক বলেন, ‘একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেছিলাম কিছুদিন আগে। এই কাজ বন্ধ করে দিয়েছি। চুক্তি নবায়ন করাটা ভুল হবে বলে মনে হয়েছে আমার।’ কার্তিককে জিজ্ঞেস করা হয়, অন্য অভিনেতারা কেন এধরণের বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নেন সেই প্রসঙ্গে। উত্তরে কার্তিক বলেন, ‘তাদের পছন্দের ব্যাপারে তো আমি মন্তব্য করতে পারি না। হয়তো এটা তাদের জন্য গ্রহণযোগ্য, আমার জন্য নয়।’ ২০১৮ সালে ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমার পরে কার্তিক ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অংশ নেন। বিজ্ঞাপনে কার্তিক প্রচার করেছিলেন যে ক্রিমটি ব্যবহার করলে পুরুষরাও ফর্সা হয়ে যাবেন। বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা। পরে কোম্পানি পণ্যটির নাম বদলে ফেলে।