ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

যে কারণে পাকিস্তানের কোচ হতে চান না আকরাম

  • আপডেট সময় : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলিং লিজেন্ড ওয়াসিম আকরামকে কোচিংয়ে দেখা গেছে বেশ কয়েকবার। কিন্তু নিজ দেশের জাতীয় দলের কোচিংয়ে কখনও নাম লেখাননি। কেন জাতীয় দলের কোচিং করেননি বা করতে চান না, তা জানালেন এক সাক্ষাৎকারে।
১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী আকরাম বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে কোচিং করান। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সাপোর্ট স্টাফের সদস্য ছিলেন। কয়েক বছর ধরে পাকিস্তান সুপার লিগের একাধিক ক্লাবের সঙ্গে কাজ করেছেন।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তিনি জাতীয় দলের কোচিং কখনও করাননি। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে তুলতে নেতৃত্ব দেওয়া সাবেক এই পেসার জানান, ফুল টাইম কোচিংয়ে চাহিদা অনুযায়ী সময় দেওয়া তার জন্য কঠিন। ভক্ত-সমর্থকদের দুর্ব্যবহারও আরেকটি কারণ।
আকরাম বলেন, ‘কোচ হলে দলকে বছরে অন্তত ২০০ থেকে ২৫০ দিন সময় দিতে হবে, এবং অনেক কাজও আছে। আমি মনে করি না এত বেশি সময় দিতে পারব, আমার পরিবারও তো আছে। তাছাড়া পিএসএলে আমি অধিকাংশ খেলোয়াড়দের সঙ্গে সময় কাটিয়েছি। তাদের কাছে আমার ফোন নাম্বার আছে এবং তারা আমাদের কাছে পরামর্শ নেয়।’
ভক্ত-সমর্থকদের দুর্ব্যবহারের কথা ভেবেও এই পথে এগোতে চান না আকরাম, ‘আমি বোকা নই। আমি সোশ্যাল মিডিয়া দেখি-শুনি লোকেরা তাদের কোচ ও সিনিয়রদের সঙ্গে কেমন দুর্ব্যবহার করে। কোচ তো খেলে না, খেলে খেলোয়াড়রা। কোচ কেবল পরিকল্পনা দিয়ে সহায়তা করে। যদি দল হারে, আমি মনে করি না কোচের দায় আছে কিংবা তাকে জবাবদিহি করতে হবে।’
তিনি বলতে থাকেন, ‘আমি তাই ভীত কারণ আমার সঙ্গে কারও দুর্ব্যবহার আমি সহ্য করতে পারি না। আমরা এমনই হয়ে উঠছি। আমি খেলার প্রতি তাদের ভালোবাসা, তাদের উদ্যমকে ভালোবাসি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে দুর্ব্যবহার সেটা না। আমরা কী এসব তা দেখিয়ে দেয়। অন্য কোনো দেশে আমি এমন কিছু কখনও দেখিনি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

যে কারণে পাকিস্তানের কোচ হতে চান না আকরাম

আপডেট সময় : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলিং লিজেন্ড ওয়াসিম আকরামকে কোচিংয়ে দেখা গেছে বেশ কয়েকবার। কিন্তু নিজ দেশের জাতীয় দলের কোচিংয়ে কখনও নাম লেখাননি। কেন জাতীয় দলের কোচিং করেননি বা করতে চান না, তা জানালেন এক সাক্ষাৎকারে।
১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী আকরাম বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে কোচিং করান। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সাপোর্ট স্টাফের সদস্য ছিলেন। কয়েক বছর ধরে পাকিস্তান সুপার লিগের একাধিক ক্লাবের সঙ্গে কাজ করেছেন।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তিনি জাতীয় দলের কোচিং কখনও করাননি। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে তুলতে নেতৃত্ব দেওয়া সাবেক এই পেসার জানান, ফুল টাইম কোচিংয়ে চাহিদা অনুযায়ী সময় দেওয়া তার জন্য কঠিন। ভক্ত-সমর্থকদের দুর্ব্যবহারও আরেকটি কারণ।
আকরাম বলেন, ‘কোচ হলে দলকে বছরে অন্তত ২০০ থেকে ২৫০ দিন সময় দিতে হবে, এবং অনেক কাজও আছে। আমি মনে করি না এত বেশি সময় দিতে পারব, আমার পরিবারও তো আছে। তাছাড়া পিএসএলে আমি অধিকাংশ খেলোয়াড়দের সঙ্গে সময় কাটিয়েছি। তাদের কাছে আমার ফোন নাম্বার আছে এবং তারা আমাদের কাছে পরামর্শ নেয়।’
ভক্ত-সমর্থকদের দুর্ব্যবহারের কথা ভেবেও এই পথে এগোতে চান না আকরাম, ‘আমি বোকা নই। আমি সোশ্যাল মিডিয়া দেখি-শুনি লোকেরা তাদের কোচ ও সিনিয়রদের সঙ্গে কেমন দুর্ব্যবহার করে। কোচ তো খেলে না, খেলে খেলোয়াড়রা। কোচ কেবল পরিকল্পনা দিয়ে সহায়তা করে। যদি দল হারে, আমি মনে করি না কোচের দায় আছে কিংবা তাকে জবাবদিহি করতে হবে।’
তিনি বলতে থাকেন, ‘আমি তাই ভীত কারণ আমার সঙ্গে কারও দুর্ব্যবহার আমি সহ্য করতে পারি না। আমরা এমনই হয়ে উঠছি। আমি খেলার প্রতি তাদের ভালোবাসা, তাদের উদ্যমকে ভালোবাসি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে দুর্ব্যবহার সেটা না। আমরা কী এসব তা দেখিয়ে দেয়। অন্য কোনো দেশে আমি এমন কিছু কখনও দেখিনি।’