ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

যে কারণে ঢাকা আসছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সের্গেই লাভরভের ঢাকা সফরের কথা ছিল চলতি সপ্তাহে। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর তাঁর ঢাকায় আসার কথা ছিল। তবে সে সফর বাতিল হয়েছে। ‘শিডিউল জটিলতা’র কারণে লাভরভের ঢাকা আসা হচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি এ সময় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) ব্যবসায়ী ফোরামের উদ্বোধন করেন। আব্দুল মোমেন বলেন, ‘উনার (সের্গেই লাভরভ) আসার কথা ছিল, বলেছেনও আসবেন। শুনেছি, শিডিউলের কারণে মেলাতে পারছেন না। উনি আজারবাইজান না কোথায় যেন যাবেন, তবে কাল সোমবার উনার সঙ্গে আমার কথা হবে। আমার কাছে সময় চেয়েছিলেন কথা বলার জন্য। তাই কাল কথা হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাশিয়া গত শনিবার বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সের্গেই লাভরভের পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি আইওআরএ বৈঠকে তাঁর দেশের প্রতিনিধিত্ব করবেন।
সের্গেই লাভরভের ঢাকা সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। দ্বিপক্ষীয় আলোচনায় রাশিয়া দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি, ভূরাজনীতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যে কারণে ঢাকা আসছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সের্গেই লাভরভের ঢাকা সফরের কথা ছিল চলতি সপ্তাহে। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর তাঁর ঢাকায় আসার কথা ছিল। তবে সে সফর বাতিল হয়েছে। ‘শিডিউল জটিলতা’র কারণে লাভরভের ঢাকা আসা হচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি এ সময় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) ব্যবসায়ী ফোরামের উদ্বোধন করেন। আব্দুল মোমেন বলেন, ‘উনার (সের্গেই লাভরভ) আসার কথা ছিল, বলেছেনও আসবেন। শুনেছি, শিডিউলের কারণে মেলাতে পারছেন না। উনি আজারবাইজান না কোথায় যেন যাবেন, তবে কাল সোমবার উনার সঙ্গে আমার কথা হবে। আমার কাছে সময় চেয়েছিলেন কথা বলার জন্য। তাই কাল কথা হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাশিয়া গত শনিবার বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সের্গেই লাভরভের পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি আইওআরএ বৈঠকে তাঁর দেশের প্রতিনিধিত্ব করবেন।
সের্গেই লাভরভের ঢাকা সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। দ্বিপক্ষীয় আলোচনায় রাশিয়া দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি, ভূরাজনীতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছিল।