লাইফস্টাইল ডেস্ক: শীতের সবচেয়ে সহজলভ্য ও পুষ্টিকর সবজিগুলোর একটি হলো গাজর, যা শুধু স্বাদে নয়; ইমিউনিটি বাড়াতেও দারুণ কার্যকর এটি।
বিটা-ক্যারোটিন, ভিটামিন-এ, অ্যান্টিঅক্সিড্যান্ট ও বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর গাজর শরীরকে ঠান্ডা-জ্বর, ভাইরাস ও মৌসুমী সংক্রমণের বিরুদ্ধে স্বাভাবিকভাবে শক্তি জোগায়। তাই শীতের দিনে নিয়মিত গাজর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীর থাকে আরো সতেজ ও প্রাণবন্ত।
গবেষণায় দেখা গেছে, গাজরের উপাদান ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে এবং সামগ্রিক ইমিউনিটি শক্তিশালী করতে সহায়তা করে। তাই শীতের বাজারে গাজর কেনার আলাদা কারণ রয়েছে। তথ্যসূত্র-হেলথ লাইন
গাজর এমন একটি সবজি, যা স্যুপ–স্ট্যু থেকে শুরু করে যে কোনো পাঁচমেশালি রান্নায় অনন্য স্বাদ যোগ করে। আবার মিষ্টিপ্রেমীরা গাজরের হালুয়া বানাতেও ব্যস্ত হয়ে পড়েন। সব কিছুর মাধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট বিটা-ক্যারোটিনের জন্য গাজর শরীরের ‘বেস্ট ফ্রেন্ড’। এই উপাদান খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্টের সুরক্ষা বাড়ায়।
ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি গাজর খেলে চোখ ভালো থাকে। ব্যাপারটি সত্যিই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। গাজরে থাকা বিটা–ক্যারোটিন শরীরে ভিটামিন-এ-তে পরিণত হয়, যা রাতকানা প্রতিরোধে সাহায্য করে এবং বয়সজনিত দৃষ্টিশক্তি কমে যাওয়ার প্রবণতা হ্রাস করে। চোখের সামগ্রিক স্বাস্থ্যের জন্য গাজর তাই একটি চমৎকার সবজি।
ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রেও গাজর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন-এ ছাড়াও এতে আছে ভিটামিন বি-৬, বায়োটিন, পটাসিয়ামসহ আরো বেশ কিছু খনিজ উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং হাড়কে মজবুত রাখতে সহায়তা করে। পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখে।
ডায়াবেটিস আছে এমন ব্যক্তিদের জন্যও গাজর নিরাপদ। কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম, ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। তাই ডায়াবেটিক রোগীরাও নিশ্চিন্তে খাদ্যতালিকায় গাজর রাখতে পারেন।
গাজরের আরেকটি বড় গুণ হলো এর অ্যান্টিঅক্সিড্যান্ট ক্ষমতা। কেরাটিনয়েডস নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র্যাডিক্যালের সঙ্গে লড়াই করে এবং ক্যানসার কোষ তৈরির প্রবণতা কমাতে সাহায্য করে। ফলে গাজর নিয়মিত খেলে শরীর প্রাকৃতিকভাবেই আরো সুরক্ষিত থাকে।
ওজন নিয়ন্ত্রণ করতে চান? গাজর আপনাকে হতাশ করবে না। কম ক্যালোরিযুক্ত এই সবজিতে থাকে প্রচুর ফাইবার, বিশেষ করে পেকটিন, যা পেটে দীর্ঘক্ষণ ভরপুর অনুভূতি তৈরি করে। তাই অযাচিত খিদে কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
সব মিলিয়ে, শীতের দিনে গাজর শুধু স্বাদের জন্য নয়, রোগ প্রতিরোধ থেকে শুরু করে চোখ, হার্ট ও ওজন নিয়ন্ত্রণ সব কিছুর জন্যই একটি শক্তিশালী প্রাকৃতিক সহায়ক। এই শীতে তাই নিয়মিত গাজর রাখুন আপনার প্রতিদিনের প্লেটে।
এসি/আপ্র/০৪/১২/২০২৫


























