ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

যে উৎসবে শিশুকে কাঁদাতে পারলেই পুরস্কার

  • আপডেট সময় : ১১:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক : শিশুর কান্না থামানো খুব সহজ কাজ নয়। সাধারণত কোনো বাবা-মা তার সন্তানদের কান্না পছন্দ করেন না। সবসময় আপ্রাণ চেষ্টা করেন শিশু যেন কান্না না করে। তবে জাপানে রীতিমত উৎসব করেই শিশুদের কাঁদানোর আয়োজন করা হয়। হ্যাঁ, প্রতিবছর জাপানে পালিত হয় ব্যতিক্রম উৎসব ‘নাকি সুমো’।
এ উৎসব ৪০০ বছরের পুরোনো। গোটা জাপানেই বেশ আয়োজন করে পালিত হয় দিনটি। অবশ্য অঞ্চলভেদে পাল্টে যায় উৎসবের ধরণ। কথিত আছে, শিশুদের অশুভ আত্মার হাত থেকে বাঁচাতে সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের আশায় এই উৎসব পালন করা হয়।
এই উৎসবের একটি প্রতিযোগিতায় কুস্তিগিরেরা নানারকম মুখভঙ্গি ও আওয়াজ করে শিশুদের ভয় দেখায়। যে শিশু প্রথম কেঁদে ওঠে সেই বিজয়ী ঘোষিত হয়। পুরোদস্তুর প্রথাগত পোশাক পরা সুমো রেফারি কাঠের ফ্যান তুলে সংশ্লিষ্ট বাচ্চাকে বিজয়ী ঘোষণা করেন।
মহামারির চার বছর পর আবার অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব। হাজার হাজার মানুষ এতে যোগ দিয়েছেন। শিশুদের পরানো হয় জাপানের প্রথাগত সুমো অ্যাপ্রন। বাবা-মায়ের সঙ্গে তারা আসে টোকিওর সেনসোজি মন্দিরের সুমো রিংয়ে। আয়োজকেরা জানান, এবছর ৬৪টি বাচ্চা যোগ দিয়েছে উৎসবে। পিতামাতা এবং দর্শকদের আনন্দের জন্য ‘নাকি সুমো’ দেশব্যাপী মন্দিরে অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলেন, অনেকেই মনে করেন যে শিশুদের এভাবে কাঁদানো একটি ভয়ানক কাজ। কিন্তু জাপানে বিশ্বাসকরা হয় যে শিশুরা খুব জোরে কাঁদে তারা অন্য শিশুদের তুলনায় সুস্থভাবে বেড়ে ওঠে। সূত্র: এনডিটিভি

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে উৎসবে শিশুকে কাঁদাতে পারলেই পুরস্কার

আপডেট সময় : ১১:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

নারী ও শিশু ডেস্ক : শিশুর কান্না থামানো খুব সহজ কাজ নয়। সাধারণত কোনো বাবা-মা তার সন্তানদের কান্না পছন্দ করেন না। সবসময় আপ্রাণ চেষ্টা করেন শিশু যেন কান্না না করে। তবে জাপানে রীতিমত উৎসব করেই শিশুদের কাঁদানোর আয়োজন করা হয়। হ্যাঁ, প্রতিবছর জাপানে পালিত হয় ব্যতিক্রম উৎসব ‘নাকি সুমো’।
এ উৎসব ৪০০ বছরের পুরোনো। গোটা জাপানেই বেশ আয়োজন করে পালিত হয় দিনটি। অবশ্য অঞ্চলভেদে পাল্টে যায় উৎসবের ধরণ। কথিত আছে, শিশুদের অশুভ আত্মার হাত থেকে বাঁচাতে সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের আশায় এই উৎসব পালন করা হয়।
এই উৎসবের একটি প্রতিযোগিতায় কুস্তিগিরেরা নানারকম মুখভঙ্গি ও আওয়াজ করে শিশুদের ভয় দেখায়। যে শিশু প্রথম কেঁদে ওঠে সেই বিজয়ী ঘোষিত হয়। পুরোদস্তুর প্রথাগত পোশাক পরা সুমো রেফারি কাঠের ফ্যান তুলে সংশ্লিষ্ট বাচ্চাকে বিজয়ী ঘোষণা করেন।
মহামারির চার বছর পর আবার অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব। হাজার হাজার মানুষ এতে যোগ দিয়েছেন। শিশুদের পরানো হয় জাপানের প্রথাগত সুমো অ্যাপ্রন। বাবা-মায়ের সঙ্গে তারা আসে টোকিওর সেনসোজি মন্দিরের সুমো রিংয়ে। আয়োজকেরা জানান, এবছর ৬৪টি বাচ্চা যোগ দিয়েছে উৎসবে। পিতামাতা এবং দর্শকদের আনন্দের জন্য ‘নাকি সুমো’ দেশব্যাপী মন্দিরে অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলেন, অনেকেই মনে করেন যে শিশুদের এভাবে কাঁদানো একটি ভয়ানক কাজ। কিন্তু জাপানে বিশ্বাসকরা হয় যে শিশুরা খুব জোরে কাঁদে তারা অন্য শিশুদের তুলনায় সুস্থভাবে বেড়ে ওঠে। সূত্র: এনডিটিভি