ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

যে উৎসবে ‘মান্টো’ দেখেছি, সেখানে এবার ‘প্রিয় সত্যজিৎ’: প্রসূন রহমান

  • আপডেট সময় : ০২:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : অস্কারজয়ী কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নির্মিত বাংলাদেশের একমাত্র সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’। বানিয়েছেন প্রসূন রহমান। গেলো এপ্রিলে সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র লাভ করে। চলছে মুক্তির প্রস্তুতি। এর ফাঁকেই কয়েকটি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছে ছবিটি। এবারই প্রথম ঢাকায় প্রদর্শিত হবে আলোচিত ছবিটি। নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘‘অবশেষে নিজ দেশে ছবিটির প্রদর্শনী হতে যাচ্ছে। শুরুটা ঢাকা লিট ফেস্ট-এর মাধ্যমে হওয়ায় আমি সত্যিই আনন্দিত ও উৎসাহিত বোধ করছি। কারণ, যে উৎসবে আমি ‘মান্টো’ দেখেছি, সেই উৎসবেই দেখানো হবে ‘প্রিয় সত্যজিৎ’। লিট ফেস্ট-এ আমার ছবিটিকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।’’ উৎসবের ২য় দিন (৬ জানুয়ারি) ‘প্রিয় সত্যজিৎ’-এর বিশেষ প্রদর্শনী হবে বিকাল ৫টা ৩০ মিনিট থেকে একাডেমির নভেরা মিলনায়তনে। লিট ফেস্ট এবং ঢাকায় ছবিটির প্রথম প্রদর্শনী প্রসঙ্গে নির্মাতা আরও বলেন, ‘‘২০১৯ সালের এই উৎসবে নন্দিতা দাস পরিচালিত ‘মান্টো’ চলচ্চিত্রটি আমাদের বড় পর্দায় দেখবার সুযোগ হয়েছিল। সৃজনশীল চলচ্চিত্র প্রদর্শনকে লিট ফেস্টের সাথে যুক্ত করার বিষয়টি সত্যিই বিশেষ গুরুত্ব বহন করে বলে আমি বিশ্বাস করি। সাহিত্য এবং চলচ্চিত্রের মাঝে যে আন্তঃসম্পর্ক বিদ্যমান বা চলচ্চিত্রে সাহিত্যের যে অন্তর্ভুক্তি অথবা সাহিত্য থেকে চলচ্চিত্রে রূপান্তরের যে সৃজনশীল প্রক্রিয়া, তার রসসিক্ত যৌথ প্রবাহ সবগুলো দিকেই আমাদের আলো ফেলবার সুযোগ করে দেয় এই উৎসব। সেই উৎসবেই এবার দেখানো হবে আমাদের ‘প্রিয় সত্যজিৎ’। ভাবতেও ভালো লাগছে।’’ শুধু ঢাকায় নয়, আগামী ৭ জানুয়ারি ভারতের ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র ‘প্রিয় সত্যজিৎ’। সেখানে ‘ওয়ার্ল্ড সিনেমা টুডে’, ‘ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং’ এবং ‘ট্রিবিউট-টু-রে’ বিষয়ে কয়েকটি প্যানেল ডিসকাশনেও অংশগ্রহণের আমন্ত্রণ রয়েছে ছবিটির নির্মাতা প্রসূন রহমানের। গল্পসূত্র হিসেবে ছবিটির নির্মাতার বর্ণনা এমন—এর কাহিনি ৩ সময়ের ৩ জন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের। সত্যজিৎ রায় ও তার সৃষ্টিকে সঙ্গে নিয়ে তার দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়ি পরিভ্রমণের সূত্রে নবীন নির্মাতা অপরাজিতা হক আবিষ্কার করেন সত্যজিৎ রায় নির্মিত ‘অপু ট্রিলজি’র সঙ্গে জুড়ে থাকা প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের অন্য এক গল্প। যেখানটায় আলো পড়ে না কখনও। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল আর নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। আরও কয়েকটি বিশেষ চরিত্রে রয়েছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর। অপরাজিতার সহযোগী ফিল্ম-ক্রু’র চরিত্রে অভিনয় করছেন সত্যিকারের কলাকুশলীদের কয়েকজন। তাদের মধ্যে রয়েছেন, চিত্রগ্রাহক নাজমুল হাসান, রাসিফ চৌধুরী, মুখর, আবিহা, শামিম ও জাফর প্রমুখ। চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে। বলা প্রয়োজন, ৫-৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এবারের ‘ঢাকা লিট ফেস্ট’-এর অন্যতম আকর্ষণ ২০২১ সালে নোবেলজয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ। এ ছাড়া আসছেন ২০২২ সালের বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলি শ্রী (আন্তর্জাতিক ক্যাটাগরি) ও শেহান কারুনাতিলাকা। আরও থাকছেন পুলিৎজার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন বা পিন্টার, প্রিক্স মেডিসিস, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালার্ট মেডেল, ওয়াটারস্টোন চিল্ড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ডসহ অন্যান্য খ্যাতিসম্পন্ন পুরস্কারজয়ীরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে উৎসবে ‘মান্টো’ দেখেছি, সেখানে এবার ‘প্রিয় সত্যজিৎ’: প্রসূন রহমান

আপডেট সময় : ০২:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

বিনোদন প্রতিবেদক : অস্কারজয়ী কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নির্মিত বাংলাদেশের একমাত্র সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’। বানিয়েছেন প্রসূন রহমান। গেলো এপ্রিলে সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র লাভ করে। চলছে মুক্তির প্রস্তুতি। এর ফাঁকেই কয়েকটি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছে ছবিটি। এবারই প্রথম ঢাকায় প্রদর্শিত হবে আলোচিত ছবিটি। নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘‘অবশেষে নিজ দেশে ছবিটির প্রদর্শনী হতে যাচ্ছে। শুরুটা ঢাকা লিট ফেস্ট-এর মাধ্যমে হওয়ায় আমি সত্যিই আনন্দিত ও উৎসাহিত বোধ করছি। কারণ, যে উৎসবে আমি ‘মান্টো’ দেখেছি, সেই উৎসবেই দেখানো হবে ‘প্রিয় সত্যজিৎ’। লিট ফেস্ট-এ আমার ছবিটিকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।’’ উৎসবের ২য় দিন (৬ জানুয়ারি) ‘প্রিয় সত্যজিৎ’-এর বিশেষ প্রদর্শনী হবে বিকাল ৫টা ৩০ মিনিট থেকে একাডেমির নভেরা মিলনায়তনে। লিট ফেস্ট এবং ঢাকায় ছবিটির প্রথম প্রদর্শনী প্রসঙ্গে নির্মাতা আরও বলেন, ‘‘২০১৯ সালের এই উৎসবে নন্দিতা দাস পরিচালিত ‘মান্টো’ চলচ্চিত্রটি আমাদের বড় পর্দায় দেখবার সুযোগ হয়েছিল। সৃজনশীল চলচ্চিত্র প্রদর্শনকে লিট ফেস্টের সাথে যুক্ত করার বিষয়টি সত্যিই বিশেষ গুরুত্ব বহন করে বলে আমি বিশ্বাস করি। সাহিত্য এবং চলচ্চিত্রের মাঝে যে আন্তঃসম্পর্ক বিদ্যমান বা চলচ্চিত্রে সাহিত্যের যে অন্তর্ভুক্তি অথবা সাহিত্য থেকে চলচ্চিত্রে রূপান্তরের যে সৃজনশীল প্রক্রিয়া, তার রসসিক্ত যৌথ প্রবাহ সবগুলো দিকেই আমাদের আলো ফেলবার সুযোগ করে দেয় এই উৎসব। সেই উৎসবেই এবার দেখানো হবে আমাদের ‘প্রিয় সত্যজিৎ’। ভাবতেও ভালো লাগছে।’’ শুধু ঢাকায় নয়, আগামী ৭ জানুয়ারি ভারতের ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র ‘প্রিয় সত্যজিৎ’। সেখানে ‘ওয়ার্ল্ড সিনেমা টুডে’, ‘ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং’ এবং ‘ট্রিবিউট-টু-রে’ বিষয়ে কয়েকটি প্যানেল ডিসকাশনেও অংশগ্রহণের আমন্ত্রণ রয়েছে ছবিটির নির্মাতা প্রসূন রহমানের। গল্পসূত্র হিসেবে ছবিটির নির্মাতার বর্ণনা এমন—এর কাহিনি ৩ সময়ের ৩ জন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের। সত্যজিৎ রায় ও তার সৃষ্টিকে সঙ্গে নিয়ে তার দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়ি পরিভ্রমণের সূত্রে নবীন নির্মাতা অপরাজিতা হক আবিষ্কার করেন সত্যজিৎ রায় নির্মিত ‘অপু ট্রিলজি’র সঙ্গে জুড়ে থাকা প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের অন্য এক গল্প। যেখানটায় আলো পড়ে না কখনও। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল আর নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। আরও কয়েকটি বিশেষ চরিত্রে রয়েছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর। অপরাজিতার সহযোগী ফিল্ম-ক্রু’র চরিত্রে অভিনয় করছেন সত্যিকারের কলাকুশলীদের কয়েকজন। তাদের মধ্যে রয়েছেন, চিত্রগ্রাহক নাজমুল হাসান, রাসিফ চৌধুরী, মুখর, আবিহা, শামিম ও জাফর প্রমুখ। চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে। বলা প্রয়োজন, ৫-৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এবারের ‘ঢাকা লিট ফেস্ট’-এর অন্যতম আকর্ষণ ২০২১ সালে নোবেলজয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ। এ ছাড়া আসছেন ২০২২ সালের বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলি শ্রী (আন্তর্জাতিক ক্যাটাগরি) ও শেহান কারুনাতিলাকা। আরও থাকছেন পুলিৎজার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন বা পিন্টার, প্রিক্স মেডিসিস, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালার্ট মেডেল, ওয়াটারস্টোন চিল্ড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ডসহ অন্যান্য খ্যাতিসম্পন্ন পুরস্কারজয়ীরা।