ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

যেসব ফোনে অ্যানড্রয়েড ১২ আপডেট মিলবে

  • আপডেট সময় : ১০:০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : গুগল অ্যানড্রয়েড ফোনের জন্য নতুন ভার্সন উন্মুক্ত করেছে। অ্যানড্রয়েড ১২ নামের এই ভার্সন নির্দিষ্ট কিছু ফোনের মডেলে আপডেট দিচ্ছে গুগল।
শুরুতে গুগলের পিক্সেল ৬ ফোনে অ্যানড্রয়েড ১২ আপডেট পাওয়া যাবে। গুগল জানিয়েছে এখনই সব ফোনে পাওয়া যাবে না অ্যানড্রয়েড ১২ আপডেট। কিছু নির্দিষ্ট ফোনেই এই আপডেট করাতে পারবেন গ্রাহক। সেই ক্ষেত্রে আরও সময় অপেক্ষা করতে হবে নতুন সফটওয়্যার আপডেট পেতে। পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রো ফোনে মিলছে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। এর আগে কেবল কিছু নির্দিষ্ট ইউজারকেই এই আপগ্রেডে অনুমতি দেওয়া হয়েছিল। তাও চলচিল পরীক্ষামূলকভাবে। দেখে নিন এখন কোন কোন ফোনে পাওয়া যাবে আপডেট ।
বর্তমানে চরীবষ ৩, চরীবষ ৩অ, চরীবষ ৪, চরীবষ ৪অ, চরীবষ ৪অ ৫এ, চরীবষ ৫ ও চরীবষ ৫অ -তে পাওয়া যাবে এই আপডেট। ইতিমধ্যেই চরীবষ ৬ ও চরীবষ ৬ চৎড় লঞ্চের দিনই এই আপডেট সহকারে এসেছে ফোনগুলো।
গুগল বিবৃতি দিয়ে জানিয়েছে, চলতি বছরের শেষের দিকেই ঝধসংঁহম এধষধীু, ঙহবচষঁং, ঙঢ়ঢ়ড়, জবধষসব, ঞবপহড়, ঠরাড় ও ঢরধড়সর-র ফোনে এই আপডেট পাওয়া যাবে।
গুগলের দাবি নতুন অপারেটিং সিস্টেমে আরও দ্রুত পারফরম্যান্সের শক্তি রয়েছে। আগের থেকে লোকেশন ডেটা পেতে অনেক সুবিধা হবে গ্রাহকের। কেবল এই আপডেশনের পরই তা বুঝতে পারবেন ইউজাররা। এখানেই শেষ নয়। স্টক অ্যান্ড্রয়েড পাওয়ার ফলে অপ্রয়োজনীয় অ্যাপ বা ব্লটওয়্যার পাওয়ার চিন্তামুক্ত হবেন গ্রাহকরা। অ্যান্ড্রয়েডের ক্লিন অভিজ্ঞতা লাভ করতে পারবেন নতুন এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যেসব ফোনে অ্যানড্রয়েড ১২ আপডেট মিলবে

আপডেট সময় : ১০:০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১

প্রযুক্তি ডেস্ক : গুগল অ্যানড্রয়েড ফোনের জন্য নতুন ভার্সন উন্মুক্ত করেছে। অ্যানড্রয়েড ১২ নামের এই ভার্সন নির্দিষ্ট কিছু ফোনের মডেলে আপডেট দিচ্ছে গুগল।
শুরুতে গুগলের পিক্সেল ৬ ফোনে অ্যানড্রয়েড ১২ আপডেট পাওয়া যাবে। গুগল জানিয়েছে এখনই সব ফোনে পাওয়া যাবে না অ্যানড্রয়েড ১২ আপডেট। কিছু নির্দিষ্ট ফোনেই এই আপডেট করাতে পারবেন গ্রাহক। সেই ক্ষেত্রে আরও সময় অপেক্ষা করতে হবে নতুন সফটওয়্যার আপডেট পেতে। পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রো ফোনে মিলছে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। এর আগে কেবল কিছু নির্দিষ্ট ইউজারকেই এই আপগ্রেডে অনুমতি দেওয়া হয়েছিল। তাও চলচিল পরীক্ষামূলকভাবে। দেখে নিন এখন কোন কোন ফোনে পাওয়া যাবে আপডেট ।
বর্তমানে চরীবষ ৩, চরীবষ ৩অ, চরীবষ ৪, চরীবষ ৪অ, চরীবষ ৪অ ৫এ, চরীবষ ৫ ও চরীবষ ৫অ -তে পাওয়া যাবে এই আপডেট। ইতিমধ্যেই চরীবষ ৬ ও চরীবষ ৬ চৎড় লঞ্চের দিনই এই আপডেট সহকারে এসেছে ফোনগুলো।
গুগল বিবৃতি দিয়ে জানিয়েছে, চলতি বছরের শেষের দিকেই ঝধসংঁহম এধষধীু, ঙহবচষঁং, ঙঢ়ঢ়ড়, জবধষসব, ঞবপহড়, ঠরাড় ও ঢরধড়সর-র ফোনে এই আপডেট পাওয়া যাবে।
গুগলের দাবি নতুন অপারেটিং সিস্টেমে আরও দ্রুত পারফরম্যান্সের শক্তি রয়েছে। আগের থেকে লোকেশন ডেটা পেতে অনেক সুবিধা হবে গ্রাহকের। কেবল এই আপডেশনের পরই তা বুঝতে পারবেন ইউজাররা। এখানেই শেষ নয়। স্টক অ্যান্ড্রয়েড পাওয়ার ফলে অপ্রয়োজনীয় অ্যাপ বা ব্লটওয়্যার পাওয়ার চিন্তামুক্ত হবেন গ্রাহকরা। অ্যান্ড্রয়েডের ক্লিন অভিজ্ঞতা লাভ করতে পারবেন নতুন এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে।