ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

যেসব ফল ও সবজি একসঙ্গে রাখবেন না

  • আপডেট সময় : ১০:২৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : একসঙ্গে সারা সপ্তাহের বাজার কিনে ফ্রিজে রেখেছেন। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই পচতে শুরু করেছেন সবজি বা ফল? এটার কারণ হতে পারে ভুলভাবে সংরক্ষণ। কিছু ফলের সঙ্গে সবজি রাখলে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। ব্রকলির সঙ্গে আপেল ও আঙুরের মতো ফল রাখবেন না। এসব ফলে আছে ইথিলান। এই উপাদানটির কারণে ব্রকলি দ্রুত পচতে শুরু করে. শাকসবজি থেকে দূরে রাখুন আপেল, তরমুজ ও আঙুর। এসব ফলে ইথিলিন থাকার কারণে শাকসবজি দ্রুত পচে যায়। ফ্রিজে আলাদা আলাদা স্থানে রাখুন এই সবজি ও ফলগুলো। করলা রাখুন আলাদাভাবে। করলার সঙ্গে আপেল, আঙুল, ডুমুর, ও নাশপাতি রাখলে তা দ্রুত পচন ধরে। এমনকী করলাও দ্রুত নষ্ট হয়ে যায়. বাঁধাকপি ভালো রাখতে চাইলে তা রাখতে হবে আলাদা। আপেল, তরমুজ, কিউইর মতো ফল ইথিলিন উৎপাদন করে। যার কারণে বাঁধাকপি দ্রুত নষ্ট হয়ে যায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যেসব ফল ও সবজি একসঙ্গে রাখবেন না

আপডেট সময় : ১০:২৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

লাইফস্টাইল ডেস্ক : একসঙ্গে সারা সপ্তাহের বাজার কিনে ফ্রিজে রেখেছেন। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই পচতে শুরু করেছেন সবজি বা ফল? এটার কারণ হতে পারে ভুলভাবে সংরক্ষণ। কিছু ফলের সঙ্গে সবজি রাখলে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। ব্রকলির সঙ্গে আপেল ও আঙুরের মতো ফল রাখবেন না। এসব ফলে আছে ইথিলান। এই উপাদানটির কারণে ব্রকলি দ্রুত পচতে শুরু করে. শাকসবজি থেকে দূরে রাখুন আপেল, তরমুজ ও আঙুর। এসব ফলে ইথিলিন থাকার কারণে শাকসবজি দ্রুত পচে যায়। ফ্রিজে আলাদা আলাদা স্থানে রাখুন এই সবজি ও ফলগুলো। করলা রাখুন আলাদাভাবে। করলার সঙ্গে আপেল, আঙুল, ডুমুর, ও নাশপাতি রাখলে তা দ্রুত পচন ধরে। এমনকী করলাও দ্রুত নষ্ট হয়ে যায়. বাঁধাকপি ভালো রাখতে চাইলে তা রাখতে হবে আলাদা। আপেল, তরমুজ, কিউইর মতো ফল ইথিলিন উৎপাদন করে। যার কারণে বাঁধাকপি দ্রুত নষ্ট হয়ে যায়।