ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

যেসব উপায় উচ্চ রক্তচাপ দূরে রাখতে পারে

  • আপডেট সময় : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক : উচ্চ রক্তচাপ সৃষ্টি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে জীবনযাত্রা সরাসরি ভূমিকা রাখে। বয়সের সঙ্গে এই পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা থাকলেও পারিবারিক সূত্রেও উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি থাকে।
রক্তচাপ সম্পর্কে জানা থাকা দরকার
কম্বোডিয়া’র অনলাইনত-ভিত্তিক চিকিৎসা-সেবা প্রতিষ্ঠান ‘ক্লিয়ারিং’য়ের প্রধান মেডিকেল অফিসার ডা. জ্যাকোব হাসকালোভিসি বলেন, “প্রত্যেকেরই নিজের রক্তচাপ সম্পর্কে জানা ও সচেতন হওয়া উচিত। এরজন্য নিয়মিত পরীক্ষা করা এবং নিজে থেকেই চিকিৎসকের কাছ থেকে এই বিষয়ে জিজ্ঞেস করতে হবে।” যারা প্রচুর পরিমাণে সোডিয়াম গ্রহণ করেন তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি থাকে। উচ্চ রক্তচাপ উপশম না করার ক্ষতিকারক দিক ডা. হাসকালোভিসি ব্যাখ্যা করে বলেন, “উচ্চ রক্তচাপ ক্লান্তিবোধ, দুর্বলভাব, ব্যথা এমনকি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ায় ঝুঁকি বাড়িয়ে তোলে। সঠিক চিকিৎসার অভাবে উচ্চ রক্তচাপ কিডনি, হৃদপি- ও দৃষ্টিশক্তির সমস্যা সৃষ্টি করে।”
কম লবণ খাওয়া
ডা. হাসকালোভিসির মতে, “লবণ উচ্চ রক্তচাপ বাড়ায়। কেননা এতে করে দেহ পানি ধরে রাখে যা, শিরাগুলোতে চাপ সৃষ্টি করে।” দৈনন্দিন খাদ্যাভ্যাস থেকে সামান্যতম লবণের পরিমাণ কমানো শরীরের জন্য উপকারী। সম্ভব হলে রান্নার লবণের পরিবর্তে স্বাদযুক্ত মসলা ব্যবহার করা যেতে পারে। তাছাড়া প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড ও ভারি নোনতা খাবার থেকে বিরত থাকা উচিত। যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের মতে, সামান্যতম সোডিয়াম গ্রহণের পরিমাণ কমানো হৃদপি- সুস্থ রাখতে এবং উচ্চ রক্তচাপ পাঁচ থেকে ছয় মি.মি এইচজি পর্যন্ত কমাতে সহায়তা করে। রক্তচাপের ওপর সোডিয়াম গ্রহণের প্রভাব বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকমের হয়ে থাকে। সাধারণভাবে, দিনে ২৩০০ মি.লি. গ্রামের বেশি সোডিয়াম গ্রহণ করা উচিত। প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক ১৫০০ মি.লি. গ্রাম বা এর কম সোডিয়াম গ্রহণ করা উচিত।
মানসিকচাপ নিয়ন্ত্রণে রাখা
“মানসিকচাপে থাকলে শরীর তা মোকাবেলা করার জন্য হরমোন তৈরি করে। অথবা স্বাভাবিকের চেয়ে চাপ বৃদ্ধি করে। এতে হৃদপি- দ্রুত স্পন্দিত হয়” বলেন ডা. হাসকালোভিসি। তিনি আরও বলেন, “সমস্যের সাথে সাথে উচ্চ চাপ উচ্চরক্তচাপের সৃষ্টি করে। শরীরচর্চা, ঘুম, ভালো বন্ধু, অর্থপূর্ণ জিনিস ও শান্ত মুহুর্ত চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।” এছাড়াও, অনেকে ধ্যান, মালিশ করা, প্রকৃতিতে হাঁটাহাঁটি করা অথবা মনের ওপর নিয়ন্ত্রণ অনুশীলন মানসিক চাপ কমাতে সহায়তা করে।”
কোমড়ের মাপের দিকে খেয়াল রাখা
মায়ো ক্লিনিকের মতে, কোমড়ের মাপ শরীরের সুস্থতার জন্য উপকারী। অতিরিক্ত ওজন ও কোমড়ের মাপ বৃদ্ধি উচ্চ রক্তচাপের জন্য দায়ী। সাধারণত, পুরুষরা ঝুঁকিতে থাকে যদি তাদের কোমরের পরিমাপ ৪০ ইঞ্চি (১০২ সেন্টিমিটার) এর বেশি হয়। মহিলারা ঝুঁকির মধ্যে থাকে যদি তাদের কোমরের পরিমাপ ৩৫ ইঞ্চি (৮৯ সেন্টিমিটার) এর বেশি হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যেসব উপায় উচ্চ রক্তচাপ দূরে রাখতে পারে

আপডেট সময় : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক : উচ্চ রক্তচাপ সৃষ্টি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে জীবনযাত্রা সরাসরি ভূমিকা রাখে। বয়সের সঙ্গে এই পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা থাকলেও পারিবারিক সূত্রেও উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি থাকে।
রক্তচাপ সম্পর্কে জানা থাকা দরকার
কম্বোডিয়া’র অনলাইনত-ভিত্তিক চিকিৎসা-সেবা প্রতিষ্ঠান ‘ক্লিয়ারিং’য়ের প্রধান মেডিকেল অফিসার ডা. জ্যাকোব হাসকালোভিসি বলেন, “প্রত্যেকেরই নিজের রক্তচাপ সম্পর্কে জানা ও সচেতন হওয়া উচিত। এরজন্য নিয়মিত পরীক্ষা করা এবং নিজে থেকেই চিকিৎসকের কাছ থেকে এই বিষয়ে জিজ্ঞেস করতে হবে।” যারা প্রচুর পরিমাণে সোডিয়াম গ্রহণ করেন তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি থাকে। উচ্চ রক্তচাপ উপশম না করার ক্ষতিকারক দিক ডা. হাসকালোভিসি ব্যাখ্যা করে বলেন, “উচ্চ রক্তচাপ ক্লান্তিবোধ, দুর্বলভাব, ব্যথা এমনকি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ায় ঝুঁকি বাড়িয়ে তোলে। সঠিক চিকিৎসার অভাবে উচ্চ রক্তচাপ কিডনি, হৃদপি- ও দৃষ্টিশক্তির সমস্যা সৃষ্টি করে।”
কম লবণ খাওয়া
ডা. হাসকালোভিসির মতে, “লবণ উচ্চ রক্তচাপ বাড়ায়। কেননা এতে করে দেহ পানি ধরে রাখে যা, শিরাগুলোতে চাপ সৃষ্টি করে।” দৈনন্দিন খাদ্যাভ্যাস থেকে সামান্যতম লবণের পরিমাণ কমানো শরীরের জন্য উপকারী। সম্ভব হলে রান্নার লবণের পরিবর্তে স্বাদযুক্ত মসলা ব্যবহার করা যেতে পারে। তাছাড়া প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড ও ভারি নোনতা খাবার থেকে বিরত থাকা উচিত। যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের মতে, সামান্যতম সোডিয়াম গ্রহণের পরিমাণ কমানো হৃদপি- সুস্থ রাখতে এবং উচ্চ রক্তচাপ পাঁচ থেকে ছয় মি.মি এইচজি পর্যন্ত কমাতে সহায়তা করে। রক্তচাপের ওপর সোডিয়াম গ্রহণের প্রভাব বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকমের হয়ে থাকে। সাধারণভাবে, দিনে ২৩০০ মি.লি. গ্রামের বেশি সোডিয়াম গ্রহণ করা উচিত। প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক ১৫০০ মি.লি. গ্রাম বা এর কম সোডিয়াম গ্রহণ করা উচিত।
মানসিকচাপ নিয়ন্ত্রণে রাখা
“মানসিকচাপে থাকলে শরীর তা মোকাবেলা করার জন্য হরমোন তৈরি করে। অথবা স্বাভাবিকের চেয়ে চাপ বৃদ্ধি করে। এতে হৃদপি- দ্রুত স্পন্দিত হয়” বলেন ডা. হাসকালোভিসি। তিনি আরও বলেন, “সমস্যের সাথে সাথে উচ্চ চাপ উচ্চরক্তচাপের সৃষ্টি করে। শরীরচর্চা, ঘুম, ভালো বন্ধু, অর্থপূর্ণ জিনিস ও শান্ত মুহুর্ত চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।” এছাড়াও, অনেকে ধ্যান, মালিশ করা, প্রকৃতিতে হাঁটাহাঁটি করা অথবা মনের ওপর নিয়ন্ত্রণ অনুশীলন মানসিক চাপ কমাতে সহায়তা করে।”
কোমড়ের মাপের দিকে খেয়াল রাখা
মায়ো ক্লিনিকের মতে, কোমড়ের মাপ শরীরের সুস্থতার জন্য উপকারী। অতিরিক্ত ওজন ও কোমড়ের মাপ বৃদ্ধি উচ্চ রক্তচাপের জন্য দায়ী। সাধারণত, পুরুষরা ঝুঁকিতে থাকে যদি তাদের কোমরের পরিমাপ ৪০ ইঞ্চি (১০২ সেন্টিমিটার) এর বেশি হয়। মহিলারা ঝুঁকির মধ্যে থাকে যদি তাদের কোমরের পরিমাপ ৩৫ ইঞ্চি (৮৯ সেন্টিমিটার) এর বেশি হয়।