ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

যেকোন উপায়ে আঙ্কারাকে প্রতিরোধ করার ঘোষণা দিল সিরিয়া

  • আপডেট সময় : ১২:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ১৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ভেতরে নিরাপদ অঞ্চল গঠন করার জন্য তুরস্ক যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে তার কঠোর সমালোচনা এবং যেকোনো মূল্যে এই পরিকল্পনা প্রতিহত করার ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার। সিরিয়া বলছে, তুরস্ক এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্যদিয়ে দেশের জনসংখ্যার গঠনবিন্যাস বদলে দিতে চায়। গত সোমবার সিরিয়ার জাতীয় সংসদ এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার আরো ভূখ- দখল করার প্রচেষ্টা আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ঝুঁকির মুখে খেলেছে। এর বিরুদ্ধে লড়াই করা এবং সিরিয়া সীমান্ত এলাকা জুড়ে তুর্কি সেনা মোতায়েন রাখার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সব ধরনের অধিকার সিরিয়ার রয়েছে। একইসঙ্গে সিরিয়ার জাতীয় সংসদ বলেছে, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার প্রশ্নে আমেরিকা, তুরস্ক ও দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার সব ধরনের বৈধ অধিকার এবং এ ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দামেস্কের হাতে রয়েছে। গত ২৩ মে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ সিরিয়ার অভ্যন্তরে সীমান্তজুড়ে তিরিশ কিলোমিটার নিরাপদ অঞ্চল গঠন করতে চায়। এ জন্য এরইমধ্যে সিরিয়ার ভিতরে অভিযান শুরু করেছেন তুর্কি সেনারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কে কোন আসনে লড়বেন

যেকোন উপায়ে আঙ্কারাকে প্রতিরোধ করার ঘোষণা দিল সিরিয়া

আপডেট সময় : ১২:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ভেতরে নিরাপদ অঞ্চল গঠন করার জন্য তুরস্ক যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে তার কঠোর সমালোচনা এবং যেকোনো মূল্যে এই পরিকল্পনা প্রতিহত করার ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার। সিরিয়া বলছে, তুরস্ক এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্যদিয়ে দেশের জনসংখ্যার গঠনবিন্যাস বদলে দিতে চায়। গত সোমবার সিরিয়ার জাতীয় সংসদ এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার আরো ভূখ- দখল করার প্রচেষ্টা আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ঝুঁকির মুখে খেলেছে। এর বিরুদ্ধে লড়াই করা এবং সিরিয়া সীমান্ত এলাকা জুড়ে তুর্কি সেনা মোতায়েন রাখার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সব ধরনের অধিকার সিরিয়ার রয়েছে। একইসঙ্গে সিরিয়ার জাতীয় সংসদ বলেছে, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার প্রশ্নে আমেরিকা, তুরস্ক ও দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার সব ধরনের বৈধ অধিকার এবং এ ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দামেস্কের হাতে রয়েছে। গত ২৩ মে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ সিরিয়ার অভ্যন্তরে সীমান্তজুড়ে তিরিশ কিলোমিটার নিরাপদ অঞ্চল গঠন করতে চায়। এ জন্য এরইমধ্যে সিরিয়ার ভিতরে অভিযান শুরু করেছেন তুর্কি সেনারা।