ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

যুব গেমসে ভারোত্তোলনে শাম্মী, সোহান ও জয়দেবের রেকর্ড

  • আপডেট সময় : ০১:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের ভারোত্তোলনে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন শাম্মী সুলতানা, মো. সোহান ও জয়দেব রায়।
গতকাল মঙ্গলবার সেনা ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডে অনুষ্ঠিত তরুণীদের ভারোত্তোলনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের শাম্মী সুলতানা স্ন্যাচ ৫০* ও ক্লিন অ্যান্ড জার্ক ৬২* মিলিয়ে রেকর্ড ১১২* কেজি উত্তোলন করে স্বর্ণ জিতেছেন। রংপুর বিভাগের অনন্যা রায় স্ন্যাচ ৪২ ও ক্লিন অ্যান্ড জার্ক ৫০ মিলিয়ে ৯২ কেজি উত্তোলন করে রৌপ্য এবং খুলনা বিভাগের আয়শা খাতুন স্ন্যাচ ৩৬ ও ক্লিন অ্যান্ড জার্কে ৪০ মিলিয়ে ৮১ কেজি ওজন তুলে পেয়েছেন ব্রোঞ্জ পদক।
তরুণ বিভাগের ৬১ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের মোঃ সোহান স্ন্যাচ ৯২* ক্লিন অ্যান্ড জার্ক ৯৭* মিলিয়ে রেকর্ড ১৮৭* কেজি ওজন তুলে স্বর্ণ, রংপুর বিভাগের জীবন চন্দ্র রায় স্ন্যাচ ৮২ ও ক্লিন অ্যান্ড জার্ক ৯৫ মিলিয়ে ১৭৭ কেজি ওজন তুলে রৌপ্য এবং ঢাকা বিভাগের আনিসুর রহমান অর্ক স্ন্যাচ ৭০ ও ক্লিন অ্যান্ড জার্ক ৮৫ মিলিয়ে ১৫৫ কেজি উত্তোলন করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
একই বিভাগের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রংপুর বিভাগের জয়দেব রায় স্ন্যাচ ৯০* ও ক্লিন অ্যান্ড জার্ক ১১৫* মিলিয়ে রেকর্ড ২০৫* কেজি ওজন তুলে স্বর্ণ জিতেছেন। রাজশাহী বিভাগের মোঃ রাহিম স্ন্যাচ ৮০ ও ক্লিন অ্যান্ড জার্ক ১০৩ মিলিয়ে ১৮৩ কেজি ওজন তুলে রৌপ্য এবং খুলনা বিভাগের মাশরাফি ইসলাম স্ন্যাচ ৮৩ ও ক্লিন অ্যান্ড জার্ক ৯৩ মিলিয়ে ১৭৬ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পেয়েছেন।
ব্যাডমিন্টন এককে সেরা শাহেদ ও পৃথা: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে ব্যাডমিন্টনে তরুণ এককের শিরোপা জিতেছেন সিলেটের শাহেদ আহমেদ এবং তরুণী এককে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন খুলনার এসকে পৃথা। গতকাল মঙ্গলবার পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তরুণ এককের ফাইনালে সিলেট বিভাগের শাহেদ আহমেদ ৪-২১, ২৩-২১ ও ২১-১১ (২-১ সেট) পয়েন্টে চট্টগ্রামের সিফাত উল্লাহ গালিবকে হারিয়ে স্বর্ণ জয় করেন। তরুণী এককের ফাইনালে খুলনা বিভাগের এসকে পৃথা ২১-১৬ ও ২১-১২ (২-০ সেট) পয়েন্টে একই বিভাগের ম্যাথেনা মাথুর্য্য বিশ্বাসকে হারিয়ে শিরোপা জয় করেন।
তরুণ দ্বৈতের ফাইনালে সিলেট বিভাগের মাসুদ আহমেদ ও শাহেদ আহমেদ জুটি ২১-১৫ ও ২১-১৮ (২-০ সেট) পয়েন্টে চট্টগ্রাম বিভাগের সিফাত উল্লাহ গালিব ও য়াহিদ মির্জার জুটিকে হারিয়ে শিরোপা জয় করেন। তরুণী দ্বৈতের ফাইনালে খুলনা বিভাগের ম্যাথেনা মাথুর্য্য বিশ্বাস এবং এসকে পৃথা জুটি ২১-১৪ ও ২১-৮ (২-০ সেট) পয়েন্টে রাজশাহী বিভাগের জেসমিন আক্তার কণা ও সিন্থীয়া খানম প্রিয়ন্তী জুটিকে হারিয়ে শিরোপা জয় করেন। মিশ্র দ্বৈতের ফাইনালে চট্টগ্রাম বিভাগের এসএম সিফাত উল্লাহ গালিব ও আইনুল তাজরীন জুটি ২১-১৫, ১১-২১ ও ২১-১৫ (২-১ সেট) পয়েন্টে ঢাকা বিভাগের শেখ সাগর ও তানজিলা মাহমুদ জুটিকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুব গেমসে ভারোত্তোলনে শাম্মী, সোহান ও জয়দেবের রেকর্ড

আপডেট সময় : ০১:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের ভারোত্তোলনে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন শাম্মী সুলতানা, মো. সোহান ও জয়দেব রায়।
গতকাল মঙ্গলবার সেনা ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডে অনুষ্ঠিত তরুণীদের ভারোত্তোলনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের শাম্মী সুলতানা স্ন্যাচ ৫০* ও ক্লিন অ্যান্ড জার্ক ৬২* মিলিয়ে রেকর্ড ১১২* কেজি উত্তোলন করে স্বর্ণ জিতেছেন। রংপুর বিভাগের অনন্যা রায় স্ন্যাচ ৪২ ও ক্লিন অ্যান্ড জার্ক ৫০ মিলিয়ে ৯২ কেজি উত্তোলন করে রৌপ্য এবং খুলনা বিভাগের আয়শা খাতুন স্ন্যাচ ৩৬ ও ক্লিন অ্যান্ড জার্কে ৪০ মিলিয়ে ৮১ কেজি ওজন তুলে পেয়েছেন ব্রোঞ্জ পদক।
তরুণ বিভাগের ৬১ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের মোঃ সোহান স্ন্যাচ ৯২* ক্লিন অ্যান্ড জার্ক ৯৭* মিলিয়ে রেকর্ড ১৮৭* কেজি ওজন তুলে স্বর্ণ, রংপুর বিভাগের জীবন চন্দ্র রায় স্ন্যাচ ৮২ ও ক্লিন অ্যান্ড জার্ক ৯৫ মিলিয়ে ১৭৭ কেজি ওজন তুলে রৌপ্য এবং ঢাকা বিভাগের আনিসুর রহমান অর্ক স্ন্যাচ ৭০ ও ক্লিন অ্যান্ড জার্ক ৮৫ মিলিয়ে ১৫৫ কেজি উত্তোলন করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
একই বিভাগের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রংপুর বিভাগের জয়দেব রায় স্ন্যাচ ৯০* ও ক্লিন অ্যান্ড জার্ক ১১৫* মিলিয়ে রেকর্ড ২০৫* কেজি ওজন তুলে স্বর্ণ জিতেছেন। রাজশাহী বিভাগের মোঃ রাহিম স্ন্যাচ ৮০ ও ক্লিন অ্যান্ড জার্ক ১০৩ মিলিয়ে ১৮৩ কেজি ওজন তুলে রৌপ্য এবং খুলনা বিভাগের মাশরাফি ইসলাম স্ন্যাচ ৮৩ ও ক্লিন অ্যান্ড জার্ক ৯৩ মিলিয়ে ১৭৬ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পেয়েছেন।
ব্যাডমিন্টন এককে সেরা শাহেদ ও পৃথা: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে ব্যাডমিন্টনে তরুণ এককের শিরোপা জিতেছেন সিলেটের শাহেদ আহমেদ এবং তরুণী এককে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন খুলনার এসকে পৃথা। গতকাল মঙ্গলবার পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তরুণ এককের ফাইনালে সিলেট বিভাগের শাহেদ আহমেদ ৪-২১, ২৩-২১ ও ২১-১১ (২-১ সেট) পয়েন্টে চট্টগ্রামের সিফাত উল্লাহ গালিবকে হারিয়ে স্বর্ণ জয় করেন। তরুণী এককের ফাইনালে খুলনা বিভাগের এসকে পৃথা ২১-১৬ ও ২১-১২ (২-০ সেট) পয়েন্টে একই বিভাগের ম্যাথেনা মাথুর্য্য বিশ্বাসকে হারিয়ে শিরোপা জয় করেন।
তরুণ দ্বৈতের ফাইনালে সিলেট বিভাগের মাসুদ আহমেদ ও শাহেদ আহমেদ জুটি ২১-১৫ ও ২১-১৮ (২-০ সেট) পয়েন্টে চট্টগ্রাম বিভাগের সিফাত উল্লাহ গালিব ও য়াহিদ মির্জার জুটিকে হারিয়ে শিরোপা জয় করেন। তরুণী দ্বৈতের ফাইনালে খুলনা বিভাগের ম্যাথেনা মাথুর্য্য বিশ্বাস এবং এসকে পৃথা জুটি ২১-১৪ ও ২১-৮ (২-০ সেট) পয়েন্টে রাজশাহী বিভাগের জেসমিন আক্তার কণা ও সিন্থীয়া খানম প্রিয়ন্তী জুটিকে হারিয়ে শিরোপা জয় করেন। মিশ্র দ্বৈতের ফাইনালে চট্টগ্রাম বিভাগের এসএম সিফাত উল্লাহ গালিব ও আইনুল তাজরীন জুটি ২১-১৫, ১১-২১ ও ২১-১৫ (২-১ সেট) পয়েন্টে ঢাকা বিভাগের শেখ সাগর ও তানজিলা মাহমুদ জুটিকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা।