ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

  • আপডেট সময় : ০৭:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

রিশাল সংবাদদাতা : আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সুরুজ গাজী (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে আরও একজন আহত হন। রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় কাউনিয়া শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে। নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি বরিশাল সিটি করপোরেশেনর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানায়, হাউজিং এলাকার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীনের সঙ্গে যুবদল নেতা সুরুজ গাজীর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

রোববার সন্ধ্যার পর তাদের তর্ক ও হাতাহাতি হয়। এর জের ধরে শাহীন হাওলাদারের নেতৃত্বে তার ছেলে ইমনসহ কয়েকজন এসে যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময় সুরুজকে রক্ষায় নয়ন হাওলাদার নামের অপর এক যুবক এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল সদর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, ‘শাহীনের ঘরে কেউ নেই। তার ঘরে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা জানি না। আমরা আগুন নিভিয়ে চলে এসেছি। আগুনে আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। দুই লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

আপডেট সময় : ০৭:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

রিশাল সংবাদদাতা : আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সুরুজ গাজী (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে আরও একজন আহত হন। রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় কাউনিয়া শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে। নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি বরিশাল সিটি করপোরেশেনর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানায়, হাউজিং এলাকার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীনের সঙ্গে যুবদল নেতা সুরুজ গাজীর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

রোববার সন্ধ্যার পর তাদের তর্ক ও হাতাহাতি হয়। এর জের ধরে শাহীন হাওলাদারের নেতৃত্বে তার ছেলে ইমনসহ কয়েকজন এসে যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময় সুরুজকে রক্ষায় নয়ন হাওলাদার নামের অপর এক যুবক এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল সদর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, ‘শাহীনের ঘরে কেউ নেই। তার ঘরে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা জানি না। আমরা আগুন নিভিয়ে চলে এসেছি। আগুনে আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। দুই লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’