কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে হাত-পা বাঁধা অবস্থায় জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে উদ্ধার করছে স্থানীয় জেলেরা। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২নম্বর ওয়ার্ড মাঝিবাড়ি সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তাকে উদ্ধার করে তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত যুবক জসিম উদ্দিনের বাড়ি মির্জাগঞ্জের কাঠালতলী বলে জানিয়েছেন জেলেরা। তার বাবার নাম শাহ আলম। ভ্যানচালক কবির হোসেন বলেন, জেলেরা মাছ ধরে কুয়াকাটা সমুদ্র তীরে ফেরার সময় জসিম উদ্দিন বাঁচাও বাঁচাও চিৎকার করে। আমরা কাছে গিয়ে দেখি সৈকতে হাত-পা বাঁধা শরীরে পানি ছুঁই ছুঁই অবস্থায় পড়ে আছে। পরে অজ্ঞান হয়ে পড়েন।
জনপ্রিয় সংবাদ