কক্সবাজার সংবাদদাতা : আবারও কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে অজ্ঞাতপরচিয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পুলিশ টেকনাফ পৌরসভার নাইক্ষ্যংপাড়ার নাফনদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে, সোমবার (১৯ সেপ্টেম্বর) নাফনদী থেকে অজ্ঞাতপরিচয় আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মৃত যুবকের বয়স অনুমানিক ২৫ বছর। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি বলেন, রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মরদেহটি নিখোঁজদের কারো হবে।