চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালান মামলায় মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদ- দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দার এ রায় দেন। এ সময় আসামি উপস্থিত ছিলেন। দ-প্রাপ্ত মোস্তাফিজুর দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে। জানা গেছে, ২০২১ সালের ০১ সেপ্টেম্বর ঠাকুরপুর সীমান্তে অভিযানের সময় মোস্তাফিজুর নামে ওই চোরাকারবারি চারটি প্যাকেট ফেলে পালিয়ে যান। ওই প্যাকেট খুলে মেলে ১১টি স্বর্ণের বার। যার ওজন ৩ কেজি ৭৪০ গ্রাম।