ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে মাদক মামলায় কামাল হোসেন (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। একই মামলায় লিটন মুন্সি নামের অপর একজনকে খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন। কামাল হোসেন চট্টগ্রাম জেলার হালি শহর এলাকার নিজাম উদ্দিনের ছেলে। আদালতের বেঞ্চ সহকারী রুস্তম আলী খান বলেন, ২০২০ সালের ১১ আগস্ট ঝালকাঠির রাজপুর উপজেলার নৈকাঠি বাজার থেকে চার হাজার ৫১৭ পিস ইয়াবাসহ কামাল এবং লিটন মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।