মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের রাজৈরে ডোবা থেকে রবিউল মৃধা (৩২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার আলমদস্তা গ্রামে রাস্তার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল ওই এলাকার মৃত ওহাব মৃধার ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ডে বাসে যাত্রী উঠানোর কাজ করতেন। জানা গেছে, সকালে আলমদস্তা গ্রামের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলের মরদেহটি উদ্ধার করে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ