সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রাজবাড়ি গুঞ্জনগর মাঠে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে মোস্তফা মোর্শেদের লিচু বাগানে ফল গাছে ওষুধ দিতে গিয়ে কোলাবাজার এলাকার বাসিন্দা কিনু দাস প্রথম ঝুলন্ত লাশটি দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে কেউ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে না পারলেও পরে জানা যায়, মৃত ব্যক্তি শৈলকূপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৮)। তিনি কালিগঞ্জ ভূষণ স্কুলের পাশে ঝন্টুর বাড়িতে ভাড়া থাকতেন এবং পেশায় দিনমজুর ছিলেন। জসিম উদ্দিনের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি ।
সানা/আপ্র/১০/০১/২০২৬





















