ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • আপডেট সময় : ১২:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে আমিনুর রহমান (২৩) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত পিলারের কাছে থেকে তাকে ধরে নিয়ে যায়। আমিনুর রহমান ওই এলাকার জাবেদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, ভোরে আমিনুর রহমানসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফেরার পথে কোচবিহারের মাথাভাঙ্গা থানার বারোঘরিয়া এলাকার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। পরে আমিনুর রহমানের সহযোগীরা পালাতে সক্ষম হলেও তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। আমিনুর রহমানের পরিবারের দাবি, রোববার সন্ধ্যায় আমিনুর রহমান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে কয়েকজন তাকে ডেকে নিয়ে যান। পরে আর রাতে বাড়িতে আসেননি। সকালে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন তাকে আটক করেছে ভারতীয় বিএসএফ। বড়খাতা ইউনিয়নের সদস্য হাফিজুল ইসলাম বলেন, সীমান্তে মাদক পারাপার করার সময় বিএসএফ এ যুবককে আটক করেছে। পরিবারের লোকজন বিষয়টি আমাদের অবগত করেছেন। এ বিষয়ে বড়খাতা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, বিএসএফের কাছে ওই যুবক আটক হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় : ১২:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে আমিনুর রহমান (২৩) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত পিলারের কাছে থেকে তাকে ধরে নিয়ে যায়। আমিনুর রহমান ওই এলাকার জাবেদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, ভোরে আমিনুর রহমানসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফেরার পথে কোচবিহারের মাথাভাঙ্গা থানার বারোঘরিয়া এলাকার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। পরে আমিনুর রহমানের সহযোগীরা পালাতে সক্ষম হলেও তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। আমিনুর রহমানের পরিবারের দাবি, রোববার সন্ধ্যায় আমিনুর রহমান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে কয়েকজন তাকে ডেকে নিয়ে যান। পরে আর রাতে বাড়িতে আসেননি। সকালে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন তাকে আটক করেছে ভারতীয় বিএসএফ। বড়খাতা ইউনিয়নের সদস্য হাফিজুল ইসলাম বলেন, সীমান্তে মাদক পারাপার করার সময় বিএসএফ এ যুবককে আটক করেছে। পরিবারের লোকজন বিষয়টি আমাদের অবগত করেছেন। এ বিষয়ে বড়খাতা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, বিএসএফের কাছে ওই যুবক আটক হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।