ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬

যুবককে অপহরণ করে জিম্মি, পিতা-পুত্রসহ গ্রেফতার তিন

  • আপডেট সময় : ০৯:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ছবি আজকের প্রত্যাশা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় ঢাকা থেকে এক যুবককে অপহরণ করে জিম্মি রাখার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. রবিউল ইসলাম তার ছেলে আক্তারুজ্জামান আশিক (২৫)কে অপহরণের অভিযোগে দেবহাটা থানায় এজাহার দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামিরা অজ্ঞাতনামা ৪/৫ জনকে সঙ্গে নিয়ে ঢাকায় আশিকের বাসায় যান। পরে নানা প্রলোভন দেখিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে অপহরণ করে একটি প্রাইভেটকারে সাতক্ষীরার দেবহাটার সখিপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। পরদিন ভোরে তাকে আসামিদের বাড়িতে আটকে রাখা হয়। এরপর একটি মোবাইল ফোন থেকে বাদীপক্ষকে ফোন করে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের চেকবইসহ সেখানে যেতে চাপ দেওয়া হয়। পরিস্থিতির মুখে আশিকের মা ও বোন সখিপুরে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংকের চেক ও স্বাক্ষরবিহীন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গত ৪ জানুয়ারি গভীর রাতে আসামিদের বাড়ি থেকে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় আসামিদের হেফাজত থেকে ১১টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সাতটি ব্যাংকের চেক এবং ভুক্তভোগীর মায়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সানা/ওআ/০৬/১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যুবককে অপহরণ করে জিম্মি, পিতা-পুত্রসহ গ্রেফতার তিন

আপডেট সময় : ০৯:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় ঢাকা থেকে এক যুবককে অপহরণ করে জিম্মি রাখার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. রবিউল ইসলাম তার ছেলে আক্তারুজ্জামান আশিক (২৫)কে অপহরণের অভিযোগে দেবহাটা থানায় এজাহার দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামিরা অজ্ঞাতনামা ৪/৫ জনকে সঙ্গে নিয়ে ঢাকায় আশিকের বাসায় যান। পরে নানা প্রলোভন দেখিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে অপহরণ করে একটি প্রাইভেটকারে সাতক্ষীরার দেবহাটার সখিপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। পরদিন ভোরে তাকে আসামিদের বাড়িতে আটকে রাখা হয়। এরপর একটি মোবাইল ফোন থেকে বাদীপক্ষকে ফোন করে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের চেকবইসহ সেখানে যেতে চাপ দেওয়া হয়। পরিস্থিতির মুখে আশিকের মা ও বোন সখিপুরে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংকের চেক ও স্বাক্ষরবিহীন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গত ৪ জানুয়ারি গভীর রাতে আসামিদের বাড়ি থেকে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় আসামিদের হেফাজত থেকে ১১টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সাতটি ব্যাংকের চেক এবং ভুক্তভোগীর মায়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সানা/ওআ/০৬/১/২০২৬