ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি চুক্তিতে রাজি ইউক্রেন

  • আপডেট সময় : ০৮:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সংশোধিত শান্তি চুক্তিতে অবশেষে সম্মতি দিয়েছে ইউক্রেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে তৈরি এই চুক্তির বিষয়ে ইউক্রেনীয়রা নীতিগতভাবে একমত হয়েছে। তবে চুক্তির কিছু ছোটখাটো বিষয় এখনো চূড়ান্ত হওয়া বাকি রয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মার্কিন আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের সাথে রুশ প্রতিনিধি দলের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে গত সপ্তাহে ফাঁস হওয়া মূল মার্কিন প্রস্তাবের পরিবর্তনগুলো রাশিয়া মেনে নেবে না বলে ইঙ্গিত দিয়েছে। কূটনৈতিক এই তৎপরতার মধ্যেই কিয়েভে বড় ধরনের রাত্রিকালীন হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে ছয়জন নিহত হয়েছেন। গত আগস্টে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কির সাক্ষাতের পর পরিস্থিতির এই নতুন মোড় দেখা গেল।

আন্তর্জাতিক মহল থেকেও এই সংঘাত নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, মস্কোর আপত্তি সত্ত্বেও ইউক্রেনে সম্ভাব্য শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা বা ‘কন্টিনজেন্সি প্ল্যান’ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য।

অন্যদিকে, ইউরোপের শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস জি-৮ জোটে রাশিয়ার ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, আগের মতো স্বাভাবিক সম্পর্ক আর সম্ভব নয়। এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মন্তব্য করেছেন, আলোচনা সঠিক পথেই এগোচ্ছে, তবে আঞ্চলিক কোনো ছাড় দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র কিয়েভের।

সূত্র: দ্য টেলিগ্রাফ

ওআ/আপ্র/২৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যথাযথ সহায়তা করা হবে: প্রধান উপদেষ্টা

যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি চুক্তিতে রাজি ইউক্রেন

আপডেট সময় : ০৮:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সংশোধিত শান্তি চুক্তিতে অবশেষে সম্মতি দিয়েছে ইউক্রেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে তৈরি এই চুক্তির বিষয়ে ইউক্রেনীয়রা নীতিগতভাবে একমত হয়েছে। তবে চুক্তির কিছু ছোটখাটো বিষয় এখনো চূড়ান্ত হওয়া বাকি রয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মার্কিন আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের সাথে রুশ প্রতিনিধি দলের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে গত সপ্তাহে ফাঁস হওয়া মূল মার্কিন প্রস্তাবের পরিবর্তনগুলো রাশিয়া মেনে নেবে না বলে ইঙ্গিত দিয়েছে। কূটনৈতিক এই তৎপরতার মধ্যেই কিয়েভে বড় ধরনের রাত্রিকালীন হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে ছয়জন নিহত হয়েছেন। গত আগস্টে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কির সাক্ষাতের পর পরিস্থিতির এই নতুন মোড় দেখা গেল।

আন্তর্জাতিক মহল থেকেও এই সংঘাত নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, মস্কোর আপত্তি সত্ত্বেও ইউক্রেনে সম্ভাব্য শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা বা ‘কন্টিনজেন্সি প্ল্যান’ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য।

অন্যদিকে, ইউরোপের শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস জি-৮ জোটে রাশিয়ার ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, আগের মতো স্বাভাবিক সম্পর্ক আর সম্ভব নয়। এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মন্তব্য করেছেন, আলোচনা সঠিক পথেই এগোচ্ছে, তবে আঞ্চলিক কোনো ছাড় দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র কিয়েভের।

সূত্র: দ্য টেলিগ্রাফ

ওআ/আপ্র/২৫/১১/২০২৫