বিবিসি : যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে ৭০০টিরও বেশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) দেশটির সরকারি পরিসংখ্যান তুলে ধরে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন টেলিভিশনে বলেছেন, আমরা গ্যাস পাইপলাইন, সাবস্টেশন, সেতুর কথা বলছি। রাশিয়ার হামলা এমন অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
অক্টোবর থেকে রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা করেছে।
ইউক্রেন বলছে, ক্রমাগত বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনীয় পাওয়ার গ্রিডকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর কারণে জরুরি সেবা সরবরাহ করা সংস্থাগুলো বন্ধ রয়েছে। প্রবল শীতের মধ্যেও মানুষকে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এদিকে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিমান হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর সাধারণ কর্মীদের মতে, খেরসন শহর, যা ইউক্রেন নভেম্বরে পুনরুদ্ধার করেছিল, সেখানে ৩৩টি ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি দ্বারা আঘাত করা হয়েছে।
যুদ্ধে ইউক্রেনের ৭০০ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ