ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

যুদ্ধবিরতি উল্লেখযোগ্যভাবে ইয়েমেন-সৌদির সংঘাত কমিয়ে দিয়েছে

  • আপডেট সময় : ১২:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, রমজান মাসের প্রথম দিকে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে সংঘাত কমে এসেছে। এ অবস্থায় তিনি আশা করছেন, দুই মাসের জন্য যুদ্ধবিরতি হলেও তার মেয়াদ আরও বাড়বে। গ্রুন্ডবার্গ বলেন, যুদ্ধের দুপক্ষ সামরিক শর্তগুলো মেনে চলছে এবং এই যুদ্ধবিরতি ইয়েমেনের জনজীবনে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছে। জাতিসংঘ প্রতিনিধি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইয়েমেনের পক্ষ কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায় নি; একইভাবে সৌদি আরবও ইয়েমেনের অভ্যন্তরে বিমান হামলা চালায় নি। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার ব্রিফিংয়ে হ্যান্স গ্রুন্ডবার্গ সাংবাদিকদের এসব কথা বলেন। গত ১ এপ্রিল জাতিসংঘের বিশেষ দূত গ্রুন্ডবার্গ জানিয়েছিলেন, যুদ্ধরত ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে তিনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। ২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে। এর সাত বছর পরে এসে প্রথমবারের মতো এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম: অ্যাটর্নি জেনারেল

যুদ্ধবিরতি উল্লেখযোগ্যভাবে ইয়েমেন-সৌদির সংঘাত কমিয়ে দিয়েছে

আপডেট সময় : ১২:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, রমজান মাসের প্রথম দিকে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে সংঘাত কমে এসেছে। এ অবস্থায় তিনি আশা করছেন, দুই মাসের জন্য যুদ্ধবিরতি হলেও তার মেয়াদ আরও বাড়বে। গ্রুন্ডবার্গ বলেন, যুদ্ধের দুপক্ষ সামরিক শর্তগুলো মেনে চলছে এবং এই যুদ্ধবিরতি ইয়েমেনের জনজীবনে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছে। জাতিসংঘ প্রতিনিধি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইয়েমেনের পক্ষ কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায় নি; একইভাবে সৌদি আরবও ইয়েমেনের অভ্যন্তরে বিমান হামলা চালায় নি। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার ব্রিফিংয়ে হ্যান্স গ্রুন্ডবার্গ সাংবাদিকদের এসব কথা বলেন। গত ১ এপ্রিল জাতিসংঘের বিশেষ দূত গ্রুন্ডবার্গ জানিয়েছিলেন, যুদ্ধরত ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে তিনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। ২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে। এর সাত বছর পরে এসে প্রথমবারের মতো এই যুদ্ধবিরতি কার্যকর হয়।