ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে সংসদীয় প্রতিনিধি দল

  • আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ১৪ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। দলের অন্য সদস্যরা হলেন- পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, কাজী নাবিল আহমেদ ও নাহিম রাজ্জাক।
এ বিষয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, আমরা সংসদীয় কমিটির একটি টিম যুক্তরাষ্ট্র যাচ্ছি। ১৪ মে আমাদের যাওয়ার কথা রয়েছে। আমরা এই সফরে কংগ্রেশনাল ফরেন অ্যাফেয়ার্স কমিটিসহ বিভিন্ন কমিটির সঙ্গে বসবো। পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের আয়োজন করছে বলেও তিনি জানান। গত শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকেও এ সফর নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি কমিটির সঙ্গে বসবে এই সংসদীয় দল। পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে তারা।
র‌্যাবের কিছু সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর দেশটির বর্তমান অবস্থা ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এর আগে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সফর নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই মে মাসের মাঝামাঝি সময় সফরের সময়সূচি চূড়ান্ত হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে সংসদীয় প্রতিনিধি দল

আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ১৪ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। দলের অন্য সদস্যরা হলেন- পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, কাজী নাবিল আহমেদ ও নাহিম রাজ্জাক।
এ বিষয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, আমরা সংসদীয় কমিটির একটি টিম যুক্তরাষ্ট্র যাচ্ছি। ১৪ মে আমাদের যাওয়ার কথা রয়েছে। আমরা এই সফরে কংগ্রেশনাল ফরেন অ্যাফেয়ার্স কমিটিসহ বিভিন্ন কমিটির সঙ্গে বসবো। পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের আয়োজন করছে বলেও তিনি জানান। গত শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকেও এ সফর নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি কমিটির সঙ্গে বসবে এই সংসদীয় দল। পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে তারা।
র‌্যাবের কিছু সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর দেশটির বর্তমান অবস্থা ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এর আগে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সফর নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই মে মাসের মাঝামাঝি সময় সফরের সময়সূচি চূড়ান্ত হয়েছিল।