ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্র মারাত্মক ভুলের মধ্যে আছে’ : হিজবুল্লাহ

  • আপডেট সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান আলী দামুশ বলেছেন, লেবাননের জনসাধারণ দেশের তেল ও গ্যাস অধিকারের বিষয়ে কোনো ছাড় দেবে না, পিছু হটবে না। যুক্তরাষ্ট্র যদি এটা ভেবে থাকে- চাপ প্রয়োগের পাশাপাশি তেল ও গ্যাস উত্তোলন ইস্যুটির সমাধান বিলম্বিত করার মাধ্যমে প্রতিরোধ সংগ্রামকে তার অবস্থান থেকে সরানো যাবে, তাহলে বলব- তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র নরম যুদ্ধের মাধ্যমে আমাদের তরুণদেরকে ধর্ম, মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও প্রতিরোধের পথ থেকে দূরে সরাতে চাইছে। তবে হিজবুল্লাহ ধর্ম ও নীতি-নৈতিকতার পথে অবিচল থেকে প্রতিরোধ অব্যাহত রাখবে। হিজবুল্লাহ নিজেদের দেশ ও সম্পদ রক্ষাকে তাদের ন্যায্য অধিকার বলে মনে করে। ইসরায়েল লেবাননের জলসীমা থেকে জোর করে তেল ও গ্যাস উত্তোলনের পায়তারা করছে। তবে হিজবুল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, জাতীয় সম্পদ রক্ষায় হিজবুল্লাহ প্রয়োজনে ইসরায়েলের সাথে যুদ্ধ করবে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কারিশ গ্যাসক্ষেত্র নিয়ে লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র মধ্যস্থতার নামে সময়ক্ষেপণের চেষ্টা করছে। ভূমধ্যসাগরে অবস্থিত কারিশ গ্যাসক্ষেত্র লেবাননের জলসীমার মধ্যেও পড়েছে। কিন্তু ইসরায়েল লেবাননের অধিকারের প্রতি ভ্রুক্ষেপ না করে সেখানে গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র মারাত্মক ভুলের মধ্যে আছে’ : হিজবুল্লাহ

আপডেট সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

বিদেশের খবর ডেস্ক : লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান আলী দামুশ বলেছেন, লেবাননের জনসাধারণ দেশের তেল ও গ্যাস অধিকারের বিষয়ে কোনো ছাড় দেবে না, পিছু হটবে না। যুক্তরাষ্ট্র যদি এটা ভেবে থাকে- চাপ প্রয়োগের পাশাপাশি তেল ও গ্যাস উত্তোলন ইস্যুটির সমাধান বিলম্বিত করার মাধ্যমে প্রতিরোধ সংগ্রামকে তার অবস্থান থেকে সরানো যাবে, তাহলে বলব- তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র নরম যুদ্ধের মাধ্যমে আমাদের তরুণদেরকে ধর্ম, মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও প্রতিরোধের পথ থেকে দূরে সরাতে চাইছে। তবে হিজবুল্লাহ ধর্ম ও নীতি-নৈতিকতার পথে অবিচল থেকে প্রতিরোধ অব্যাহত রাখবে। হিজবুল্লাহ নিজেদের দেশ ও সম্পদ রক্ষাকে তাদের ন্যায্য অধিকার বলে মনে করে। ইসরায়েল লেবাননের জলসীমা থেকে জোর করে তেল ও গ্যাস উত্তোলনের পায়তারা করছে। তবে হিজবুল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, জাতীয় সম্পদ রক্ষায় হিজবুল্লাহ প্রয়োজনে ইসরায়েলের সাথে যুদ্ধ করবে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কারিশ গ্যাসক্ষেত্র নিয়ে লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র মধ্যস্থতার নামে সময়ক্ষেপণের চেষ্টা করছে। ভূমধ্যসাগরে অবস্থিত কারিশ গ্যাসক্ষেত্র লেবাননের জলসীমার মধ্যেও পড়েছে। কিন্তু ইসরায়েল লেবাননের অধিকারের প্রতি ভ্রুক্ষেপ না করে সেখানে গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে।