সাহিত্য ডেস্ক: কলকাতায় অমর একুশে সাহিত্য উৎসবে যুক্তরাষ্ট্র প্রবাসী ডাঃ কাউসারী মালেক রোজী’র কাব্যগ্রন্থ ‘ভিক্ষুকের মুখ’ এর পাঠ উন্মোচন করা হয়েছে। কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে ২২ ফেব্রুয়ারি বিকেলে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। কলকাতা বইমেলায় কবিতার বই ‘ভিক্ষুকের মুখ’ প্রকাশ করেছে যাপনচিত্র প্রকাশনী। বইটি পাওয়া যাবে কলকাতার কলেজ স্ট্রিটে যাপনচিত্রের শোরুমে।
আজকের প্রত্যাশা/কেএমএএ