আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক রেলকর্মীর গুলিতে তার ৮ সহকর্মীর মৃত্যু হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন।
স্থানীয় সময় গত বুধবার সকাল পৌনে ৭টায় সান হোসের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির একটি রেলইয়ার্ডে এ গুলির ঘটনা ঘটে।
রেল কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিরা রেলকর্মী ছিলেন। নিহত বন্দুকধারী ছিলেন তাদের সাবেক সহকর্মী। নিহত ওই হামলাকারীও সেখানে আগে কাজ করতেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রেলকর্মীদের এক বৈঠক চলাকালীন এ বন্দুক হামলা চলে। এর ঠিক আগমুহূর্তে এক রেলকর্মীর ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গুলি চালানোর আগে বন্দুকধারী নিজের ঘরে আগুন লাগান। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সান হোসের মেয়র স্যাম লিকার্ডো এ ঘটনাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমাদের শহরের জন্য এটি ছিল ভয়ংকর এক দিন। তিনি বলেন, এমন ঘটনা যাতে আর না ঘটে, সেটি নিশ্চিত করাই আমার লক্ষ্য হবে।’
বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসাম। তিনি বলেন, ‘স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করছি।’
তবে হামলাকারী কেন এ ঘটনা ঘটালেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া তিনি এর আগে কোনো ধরনের সহিংসতায় জড়িত ছিলেন কি না বা নজরদারিতে ছিলেন কি না তা নিশ্চিত করতে পারেনি নিরাপত্তা বাহিনী।
যুক্তরাষ্ট্রে ৮ সহকর্মীকে গুলি করে হত্যা রেলকর্মীর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ