ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর গুলি, নিহত ২, আহত ৮

  • আপডেট সময় : ১১:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আট জন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় গত সোমবার ইদাহোর বোয়িস টাউন স্কয়ারে গুলির এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বোয়িস পুলিশ প্রধান রায়ান লি বলেন, শপিং মলে অন্তত একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয় এবং আমাদের একজন সদস্য আহত হয়েছেন। ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে আমরা হেফাজতে নিয়েছি। এখন পর্যন্ত দুই জন মারা গেছেন। আপাতত ঘটনাস্থলের আশপাশের এলাকায় কোনো ধরনের হুমকি নেই বলেও জানান লি।
তবে হামলার পেছনে কী কারণ তা প্রাথমিক জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা লি। এ বিষয়ে তদন্ত হচ্ছে। হামলাকারীর বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতল শপিং মলটিতে স্টোর ও রেস্টুরেন্ট মিলিয়ে দেড় শতাধিক আউটলেট রয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর গুলি, নিহত ২, আহত ৮

আপডেট সময় : ১১:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আট জন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় গত সোমবার ইদাহোর বোয়িস টাউন স্কয়ারে গুলির এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বোয়িস পুলিশ প্রধান রায়ান লি বলেন, শপিং মলে অন্তত একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয় এবং আমাদের একজন সদস্য আহত হয়েছেন। ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে আমরা হেফাজতে নিয়েছি। এখন পর্যন্ত দুই জন মারা গেছেন। আপাতত ঘটনাস্থলের আশপাশের এলাকায় কোনো ধরনের হুমকি নেই বলেও জানান লি।
তবে হামলার পেছনে কী কারণ তা প্রাথমিক জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা লি। এ বিষয়ে তদন্ত হচ্ছে। হামলাকারীর বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতল শপিং মলটিতে স্টোর ও রেস্টুরেন্ট মিলিয়ে দেড় শতাধিক আউটলেট রয়েছে।