ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে লাখো সরকারি কর্মীদের অবসরের প্রস্তাব

  • আপডেট সময় : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডেরাল ব্যয় হ্রাসে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় সরকারি কর্মীদের সংখ্যা কমাতে একটি বড় পদক্ষেপ নেওয়া হলো। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেশিরভাগ ফেডারেল কর্মচারীরকে আটমাসের বেতনের বিনিময়ে স্বেচ্ছায় অবসর গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে লাখো কর্মচারীকে পাঠানো এক ইমেইলে জানানো হয়, ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই পদত্যাগ কর্মসূচিতে অংশ নিতে চান কি না। যারা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নেবেন, তাদের প্রায় আট মাসের বেতনের সমপরিমাণ আর্থিক প্রণোদনা দেওয়া হবে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের আশা, মোট ফেডারেল কর্মচারীর প্রায় ১০ শতাংশ এই প্রস্তাব গ্রহণ করবেন। সংখ্যার দিক থেকে এটি প্রায় দু লাখ কর্মচারী। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে রাষ্ট্রের প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে। যারা এই স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচিতে অংশ নিতে চান, তাদেরকে ফিরতি ইমেইলে বিষয় অংশে ‘পদত্যাগ’ শব্দটি লিখে দিতে বলা হয়েছে। প্রস্তাব গ্রহণকারীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

তবে কিছু বিভাগের কর্মচারী এই কর্মসূচির আওতায় পড়েননি। এর মধ্যে রয়েছেন ডাক বিভাগের কর্মচারী, সামরিক বাহিনীর সদস্য, অভিবাসন কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত কর্মী। নির্বাচনী প্রচারের সময় সরকারি ব্যয় হ্রাস ও প্রশাসনের আকার ছোট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এ কাজে সহায়তার জন্য দুই ধনকুবের ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে একটি পরামর্শক সংস্থা গঠনের দায়িত্ব দিয়েছিলেন। সরকারি দক্ষতা অধিদফতর (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) নামের এই সংস্থা সরকারি নিয়মকানুন, ব্যয় এবং কর্মীসংখ্যা কমানোর বিষয়ে পরামর্শ দেবে। তবে রামাস্বামী পরবর্তী সময়ে এ প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ান।
নির্বাহী আদেশ আদালতে স্থগিত

এদিকে ফেডারেল প্রোগ্রামের জন্য তহবিল বন্ধ করার নির্দেশনা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন একজন মার্কিন বিচারক। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় ট্রাম্পের ওই আদেশ কার্যকর হওয়ার হওয়ার কথা ছিল। তার আগেই এই স্থগিতাদেশ জারি করা হয়। খবর আল জাজিরার। ডিস্ট্রিক্ট বিচারক লোরেন এল. আলিখানের জারি করা এই স্বল্পমেয়াদী স্থগিতাদেশের ফলে মার্কিন প্রশাসন ফেডারেল প্রোগ্রামগুলোর তহবিল বন্ধ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না। স্থগিতাদেশে আলিখান বলেছেন, তার সামনে এই বিষয়টি উত্থাপনের পর স্থিতাবস্থা বজায় রাখার স্বার্থেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

বিচার বিভাগের একজন আইনজীবীর কাছে জিজ্ঞাসা করে তিনি জেনেছেন, কোন কোন প্রোগ্রামগুলো ট্রাম্পের স্থগিতাদেশের আওতায় পড়বে সরকার তা এখনো জানে না। আলিখান আশা করছেন যে তিনি আগামী সপ্তাহের শুরুতে এর ওপর একটি দীর্ঘমেয়াদী স্থগিতাদেশ দেওয়া বিবেচনা করবেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে লাখো সরকারি কর্মীদের অবসরের প্রস্তাব

আপডেট সময় : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডেরাল ব্যয় হ্রাসে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় সরকারি কর্মীদের সংখ্যা কমাতে একটি বড় পদক্ষেপ নেওয়া হলো। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেশিরভাগ ফেডারেল কর্মচারীরকে আটমাসের বেতনের বিনিময়ে স্বেচ্ছায় অবসর গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে লাখো কর্মচারীকে পাঠানো এক ইমেইলে জানানো হয়, ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই পদত্যাগ কর্মসূচিতে অংশ নিতে চান কি না। যারা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নেবেন, তাদের প্রায় আট মাসের বেতনের সমপরিমাণ আর্থিক প্রণোদনা দেওয়া হবে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের আশা, মোট ফেডারেল কর্মচারীর প্রায় ১০ শতাংশ এই প্রস্তাব গ্রহণ করবেন। সংখ্যার দিক থেকে এটি প্রায় দু লাখ কর্মচারী। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে রাষ্ট্রের প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে। যারা এই স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচিতে অংশ নিতে চান, তাদেরকে ফিরতি ইমেইলে বিষয় অংশে ‘পদত্যাগ’ শব্দটি লিখে দিতে বলা হয়েছে। প্রস্তাব গ্রহণকারীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

তবে কিছু বিভাগের কর্মচারী এই কর্মসূচির আওতায় পড়েননি। এর মধ্যে রয়েছেন ডাক বিভাগের কর্মচারী, সামরিক বাহিনীর সদস্য, অভিবাসন কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত কর্মী। নির্বাচনী প্রচারের সময় সরকারি ব্যয় হ্রাস ও প্রশাসনের আকার ছোট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এ কাজে সহায়তার জন্য দুই ধনকুবের ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে একটি পরামর্শক সংস্থা গঠনের দায়িত্ব দিয়েছিলেন। সরকারি দক্ষতা অধিদফতর (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) নামের এই সংস্থা সরকারি নিয়মকানুন, ব্যয় এবং কর্মীসংখ্যা কমানোর বিষয়ে পরামর্শ দেবে। তবে রামাস্বামী পরবর্তী সময়ে এ প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ান।
নির্বাহী আদেশ আদালতে স্থগিত

এদিকে ফেডারেল প্রোগ্রামের জন্য তহবিল বন্ধ করার নির্দেশনা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন একজন মার্কিন বিচারক। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় ট্রাম্পের ওই আদেশ কার্যকর হওয়ার হওয়ার কথা ছিল। তার আগেই এই স্থগিতাদেশ জারি করা হয়। খবর আল জাজিরার। ডিস্ট্রিক্ট বিচারক লোরেন এল. আলিখানের জারি করা এই স্বল্পমেয়াদী স্থগিতাদেশের ফলে মার্কিন প্রশাসন ফেডারেল প্রোগ্রামগুলোর তহবিল বন্ধ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না। স্থগিতাদেশে আলিখান বলেছেন, তার সামনে এই বিষয়টি উত্থাপনের পর স্থিতাবস্থা বজায় রাখার স্বার্থেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

বিচার বিভাগের একজন আইনজীবীর কাছে জিজ্ঞাসা করে তিনি জেনেছেন, কোন কোন প্রোগ্রামগুলো ট্রাম্পের স্থগিতাদেশের আওতায় পড়বে সরকার তা এখনো জানে না। আলিখান আশা করছেন যে তিনি আগামী সপ্তাহের শুরুতে এর ওপর একটি দীর্ঘমেয়াদী স্থগিতাদেশ দেওয়া বিবেচনা করবেন।