ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে মেয়র প্রার্থীকে গুলি করে হত্যাচেষ্টা

  • আপডেট সময় : ১২:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে একজন স্থানীয় রাজনীতিকের কার্যালয়ে ঢুকে তাঁকে গুলির ঘটনা ঘটেছে। তবে প্রাণে বেঁচে গেছেন তিনি। গুলিতে কেউ হতাহত হননি। স্থানীয় সময় গতকাল সোমবার আনুমানিক সকাল ১০টায় এ ঘটনা ঘটে। কেনটাকির লুইভিল শহরের ডেমোক্রেটিক মেয়র প্রার্থী ক্রেইগ গ্রিনবার্গকে গুলি করে হত্যার চেষ্টাকারী ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিবিসি।
ঘটনার পর ক্রেইগ গ্রিনবার্গ এক টুইট বার্তায় বলেছেন, তাঁর দলের লোকজন নিরাপদে আছেন এবং তিনি যথাসময়ে এ বিষয়ে হালনাগাদ তথ্যগুলো জানাবেন। হত্যাচেষ্টার কোনো উদ্দেশ্য এখনো চিহ্নিত করতে পারেনি লুইভিল পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে ক্রেইগ গ্রিনবার্গের কার্যালয়ে ঢুকেই এক ব্যক্তি তাঁকে গুলি করেন। তবে গুলি গিয়ে লাগে তাঁর পরিধেয় পোশাকে। গুলিতে কেউ আহত হননি। গুলির ঘটনার পরই সেখানে হাজির হয় লুইভিল পুলিশ। গ্রিনবার্গসহ আরও অনেককে অক্ষত অবস্থায় ভবনটি থেকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায় পুলিশকে। লুইভিল পুলিশের প্রধান এরিকা শিল্ডস সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা নিজেদের অনেক সৌভাগ্যবান মনে করছি।’ এক মেয়র প্রার্থীকে গুলির ঘটনা সম্পর্কে জানতে বিবিসির পক্ষ থেকে মন্তব্য চেয়ে অনুরোধ করা হলেও পুলিশ কিংবা গ্রিনবার্গের কার্যালয় থেকে সাড়া পাওয়া যায়নি। লুইভিলের স্থানীয় নগর পরিষদের প্রেসিডেন্ট ডেভিড জেমস সেখানকার গণমাধ্যমকে বলেছেন, ক্রেইগ গ্রিনবার্গকে হত্যার উদ্দেশ্যেই তাঁকে গুলি করা হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রে মেয়র প্রার্থীকে গুলি করে হত্যাচেষ্টা

আপডেট সময় : ১২:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে একজন স্থানীয় রাজনীতিকের কার্যালয়ে ঢুকে তাঁকে গুলির ঘটনা ঘটেছে। তবে প্রাণে বেঁচে গেছেন তিনি। গুলিতে কেউ হতাহত হননি। স্থানীয় সময় গতকাল সোমবার আনুমানিক সকাল ১০টায় এ ঘটনা ঘটে। কেনটাকির লুইভিল শহরের ডেমোক্রেটিক মেয়র প্রার্থী ক্রেইগ গ্রিনবার্গকে গুলি করে হত্যার চেষ্টাকারী ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিবিসি।
ঘটনার পর ক্রেইগ গ্রিনবার্গ এক টুইট বার্তায় বলেছেন, তাঁর দলের লোকজন নিরাপদে আছেন এবং তিনি যথাসময়ে এ বিষয়ে হালনাগাদ তথ্যগুলো জানাবেন। হত্যাচেষ্টার কোনো উদ্দেশ্য এখনো চিহ্নিত করতে পারেনি লুইভিল পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে ক্রেইগ গ্রিনবার্গের কার্যালয়ে ঢুকেই এক ব্যক্তি তাঁকে গুলি করেন। তবে গুলি গিয়ে লাগে তাঁর পরিধেয় পোশাকে। গুলিতে কেউ আহত হননি। গুলির ঘটনার পরই সেখানে হাজির হয় লুইভিল পুলিশ। গ্রিনবার্গসহ আরও অনেককে অক্ষত অবস্থায় ভবনটি থেকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায় পুলিশকে। লুইভিল পুলিশের প্রধান এরিকা শিল্ডস সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা নিজেদের অনেক সৌভাগ্যবান মনে করছি।’ এক মেয়র প্রার্থীকে গুলির ঘটনা সম্পর্কে জানতে বিবিসির পক্ষ থেকে মন্তব্য চেয়ে অনুরোধ করা হলেও পুলিশ কিংবা গ্রিনবার্গের কার্যালয় থেকে সাড়া পাওয়া যায়নি। লুইভিলের স্থানীয় নগর পরিষদের প্রেসিডেন্ট ডেভিড জেমস সেখানকার গণমাধ্যমকে বলেছেন, ক্রেইগ গ্রিনবার্গকে হত্যার উদ্দেশ্যেই তাঁকে গুলি করা হয়েছিল।