বিদেশের খবর ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক দিনের ব্যবধানে ফের বিমান দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর সব আরোহী মারা গেছেন। বিমানটিতে চালকসহ ১০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিধ্বস্ত বিমানটির সন্ধান মিলে।
আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোট আকারের হয়। এর আগে, ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। ওই ঘটনায় বিমানের চালক এবং ৬৮ জন যাত্রীর সবাই নিহত হন। সামরিক হেলিকপ্টারে থাকা তিন জনেরও মৃত্যু হয়।
এ ছাড়া গত ১ ফেব্রুয়ারি আমেরিকার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, কমপক্ষে দুই জন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হয়।