ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে গুলিতে ৪ জন নিহত

  • আপডেট সময় : ১১:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক উচ্চবিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা নিয়ে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার রাতে মোবাইল এলাকায় খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি করা হয়। কর্মকর্তাদের বরাতে গতকাল শনিবার এ খবর জানিয়েছে সিএনএন।
গোলাগুলির ঘটনাটি ঘটে মোবাইলের লাড-পিবলস স্পোর্টস অ্যান্ট এন্টারটেইনমেন্ট কমপ্লেক্সে। স্টেডিয়ামের বাইরে মিডিয়া ব্রিফিংয়ে মোবাইল পুলিশ প্রধান পল প্রিন জানিয়েছেন, শুক্রবার রাতের ওই গোলাগুলির ঘটনায় নিহত চারজনের মধ্যে দুজন কিশোর। এ ছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
পল প্রিন জানিয়েছেন, আহত তিন ব্যক্তি ও এক নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তার লিঙ্গপরিচয় বা বয়স সম্পর্কে শুক্রবার কিছু জানানো হয়নি। গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান পল প্রিন।
পল প্রিন বলেন, উইলিয়ামসন হাইস্কুল ও ভিগর হাইস্কুলের মধ্যে ফুটবল খেলা এর পর থেকে বন্ধ রয়েছে। স্টেডিয়ামের ভেতর থেকে কোনো গুলি করা হয়নি।
তবে এই গোলাগুলির কারণ সম্পর্কে এখনো কিছুই বলতে পারেননি তিনি। তবে ধারণা করছেন, দুই ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তিনি বলেন, ‘এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত বলে আমরা ধারণা করছি। তবে গুলি করেছেন সম্ভবত একজন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে গুলিতে ৪ জন নিহত

আপডেট সময় : ১১:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক উচ্চবিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা নিয়ে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার রাতে মোবাইল এলাকায় খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি করা হয়। কর্মকর্তাদের বরাতে গতকাল শনিবার এ খবর জানিয়েছে সিএনএন।
গোলাগুলির ঘটনাটি ঘটে মোবাইলের লাড-পিবলস স্পোর্টস অ্যান্ট এন্টারটেইনমেন্ট কমপ্লেক্সে। স্টেডিয়ামের বাইরে মিডিয়া ব্রিফিংয়ে মোবাইল পুলিশ প্রধান পল প্রিন জানিয়েছেন, শুক্রবার রাতের ওই গোলাগুলির ঘটনায় নিহত চারজনের মধ্যে দুজন কিশোর। এ ছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
পল প্রিন জানিয়েছেন, আহত তিন ব্যক্তি ও এক নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তার লিঙ্গপরিচয় বা বয়স সম্পর্কে শুক্রবার কিছু জানানো হয়নি। গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান পল প্রিন।
পল প্রিন বলেন, উইলিয়ামসন হাইস্কুল ও ভিগর হাইস্কুলের মধ্যে ফুটবল খেলা এর পর থেকে বন্ধ রয়েছে। স্টেডিয়ামের ভেতর থেকে কোনো গুলি করা হয়নি।
তবে এই গোলাগুলির কারণ সম্পর্কে এখনো কিছুই বলতে পারেননি তিনি। তবে ধারণা করছেন, দুই ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তিনি বলেন, ‘এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত বলে আমরা ধারণা করছি। তবে গুলি করেছেন সম্ভবত একজন।’