ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত রাশিয়ার ক্যাসপারস্কি

  • আপডেট সময় : ১১:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : রাশিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এবং অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবকে “জাতীয় নিরাপত্তার জন্য হুমকি” হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)’। বলা হচ্ছে, এফসিসির কালো তালিকায় প্রথম রাশিয়ান প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।
ক্যাসপারস্কি ল্যাবকে “যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি” হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানের তালিকায় যোগ করার খবর জানিয়েছে বাণিজ্য প্রকাশনা ব্লমবার্গ। ওই তালিকায় এতোদিন কেবল হুয়াওয়ে এবং জেডটিই’র মতো চীনা প্রতিষ্ঠানের উপস্থিতিই ছিল।
এফসিসির ‘ইউনিভার্সাল সার্ভিস ফান্ড’-এর মাধ্যমে সরকারি ভর্তুকি নিয়ে ওই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পণ্য বা সেবা কেনার বেলায় নিষেধাজ্ঞা আছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উপর। এফসিসি শুক্রবার ওই তালিকায় ‘চায়না টেলিকম’ এবং ‘চায়না মোবাইল ইন্টারন্যাশনাল ইউএসএ’-কে যোগ করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। তবে ক্যাসপারস্কি বলছে, পুরোপুরি “রাজনৈতিক অবস্থান থেকে” এই সিদ্ধান্ত নিয়েছে এফসিসি। এ প্রসঙ্গে এফসিসি চেয়ারপার্সন জেসিকা রোজেনওর্সেল এক বিবৃতিতে বলেন, “আমি খুশি যে আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো আমার মূল্যায়নের সঙ্গে একমত হয়েছে যে, তালিকাভুক্ত হওয়ার জন্য যে পর্যায়ে থাকা প্রয়োজন, চায়না মোবাইল এবং চায়না টেলিকম সে অবস্থাতে আছে।”
“তাদের এবং ক্যাসপারস্কি ল্যাবের তালিকাভুক্তি চীন এবং রাশিয়ার রাষ্ট্র সমর্থিত অস্তিত্বগুলোর হুমকি থেকে আমাদের নেটওয়ার্ক নিরাপদ রাখতে সাহায্য করবে।”
নিজস্ব ওয়েবসাইটে পাল্টা বিবৃতি দিয়ে ক্যাসপারস্কি দাবি করেছে, ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তাদের। প্রয়োজনে “যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোকে এফসিসির শঙ্কা নিরসনে সহযোগিতা করতে” ক্যাসপারস্কি প্রস্তুত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাসের মাধ্যমে রাশিয়ার গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)’ গোপন নথি চুরি করেছিল বলে অভিযোগ উঠেছিল ২০১৭ সালে। বরাবরই অভিযোগটি অস্বীকার করে এসেছে মস্কোভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ওই একই বছর যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোতে ক্যাসপারস্কির পণ্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন এক বিলে স্বাক্ষর করেন তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত রাশিয়ার ক্যাসপারস্কি

আপডেট সময় : ১১:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

প্রযুক্তি ডেস্ক : রাশিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এবং অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবকে “জাতীয় নিরাপত্তার জন্য হুমকি” হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)’। বলা হচ্ছে, এফসিসির কালো তালিকায় প্রথম রাশিয়ান প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।
ক্যাসপারস্কি ল্যাবকে “যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি” হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানের তালিকায় যোগ করার খবর জানিয়েছে বাণিজ্য প্রকাশনা ব্লমবার্গ। ওই তালিকায় এতোদিন কেবল হুয়াওয়ে এবং জেডটিই’র মতো চীনা প্রতিষ্ঠানের উপস্থিতিই ছিল।
এফসিসির ‘ইউনিভার্সাল সার্ভিস ফান্ড’-এর মাধ্যমে সরকারি ভর্তুকি নিয়ে ওই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পণ্য বা সেবা কেনার বেলায় নিষেধাজ্ঞা আছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উপর। এফসিসি শুক্রবার ওই তালিকায় ‘চায়না টেলিকম’ এবং ‘চায়না মোবাইল ইন্টারন্যাশনাল ইউএসএ’-কে যোগ করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। তবে ক্যাসপারস্কি বলছে, পুরোপুরি “রাজনৈতিক অবস্থান থেকে” এই সিদ্ধান্ত নিয়েছে এফসিসি। এ প্রসঙ্গে এফসিসি চেয়ারপার্সন জেসিকা রোজেনওর্সেল এক বিবৃতিতে বলেন, “আমি খুশি যে আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো আমার মূল্যায়নের সঙ্গে একমত হয়েছে যে, তালিকাভুক্ত হওয়ার জন্য যে পর্যায়ে থাকা প্রয়োজন, চায়না মোবাইল এবং চায়না টেলিকম সে অবস্থাতে আছে।”
“তাদের এবং ক্যাসপারস্কি ল্যাবের তালিকাভুক্তি চীন এবং রাশিয়ার রাষ্ট্র সমর্থিত অস্তিত্বগুলোর হুমকি থেকে আমাদের নেটওয়ার্ক নিরাপদ রাখতে সাহায্য করবে।”
নিজস্ব ওয়েবসাইটে পাল্টা বিবৃতি দিয়ে ক্যাসপারস্কি দাবি করেছে, ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তাদের। প্রয়োজনে “যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোকে এফসিসির শঙ্কা নিরসনে সহযোগিতা করতে” ক্যাসপারস্কি প্রস্তুত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাসের মাধ্যমে রাশিয়ার গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)’ গোপন নথি চুরি করেছিল বলে অভিযোগ উঠেছিল ২০১৭ সালে। বরাবরই অভিযোগটি অস্বীকার করে এসেছে মস্কোভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ওই একই বছর যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোতে ক্যাসপারস্কির পণ্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন এক বিলে স্বাক্ষর করেন তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।