বিনোদন ডেস্ক: অস্ট্রেলিয়া দিয়ে বিদেশ যাত্রা করেছিল ঈদের সিনেমা ‘দাগি’। সেখানে হাউজফুল শো উপহার দিয়েছে আফরান নিশো ও তমা মির্জা জুটির সিনেমাটি। এরপর নিউজিল্যান্ডের দর্শকদের কাছ থেকেও পেয়েছে উষ্ণ স্বাগতম। ভালো ব্যবসা করেছে সিনেমাটি সেখানেও। এবার যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে একযোগে মুক্তি পেল শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। শুক্রবার (২৫ এপ্রিল) থেকে নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটলান্টা, ডালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, মিনিয়াপলিস, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমাসহ বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন। শিহাব শাহীন জানান, নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে ‘দাগি’ দেখানো হবে সাত দিনব্যাপী ২১টি বিশেষ প্রদর্শনীতে। আফরান নিশো অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘দাগি’ আন্তর্জাতিক বাজারে পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস।
এটি তাদের ৪৯তম আন্তর্জাতিক পরিবেশনা। বায়োস্কোপ ফিল্মসের সিএফও নওশাবা রুবনা রশীদ জানান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, জর্জিয়া, কলোরাডো, ওকলাহোমা ও ফ্লোরিডাসহ মোট ১৫টি শহরের প্রেক্ষাগৃহে ‘দাগি’ চলবে আগামী ১৫ মে পর্যন্ত। ছবিতে আফরান নিশো ও তমা মির্জার পাশাপাশি অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, মনোজ প্রমুখ।