ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের মধ্যাকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

  • আপডেট সময় : ১২:২১:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের মহড়ার সময়ে দুই উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। মধ্যাকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষের পর মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজ। পরস্পরের সঙ্গে সজোরে ধাক্কায় গুঁড়িয়ে মাটিতে পড়ে নিমেষেই। ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা মুহূর্তের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে উড়োজাহাজের মহাড়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং বি-১৭ বোমারু বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি বেল পি-৬৩ কিংকোবরা। দুই উড়োজাহাজে ৬ জন ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তাঁরা সবাই মারা গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মহড়ার সময় আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি উড়োজাহাজ। সংঘর্ষের পর একটি উড়োজাহাজ ভেঙে নিচে পড়ে যায়। বোয়িংটিও জ্বলন্ত অবস্থায় দূরে গিয়ে ছিটকে পড়ে।
ডালাসের মেয়র এরিক জনসন টুইটারে লিখেছেন, ‘আপনারা সবাই দেখেছেন, আমাদের শহরে উড়োজাহাজ মহড়ার সময়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখনো আমাদের কাছে বিস্তারিত বিবরণ আসেনি।’
বোয়িং বি-১৭ উড়োজাহাজটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সঙ্গে যুদ্ধে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উড়োজাহাজটির। এর পর থেকে এ ধরনের উড়োজাহাজ প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছে। আর পি-৬৩ কিংকোবরাজাতীয় উড়োজাহাজও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম তৈরি করা হয়েছিল। এগুলো ব্যবহার করত সোভিয়েত রাশিয়া।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের মধ্যাকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

আপডেট সময় : ১২:২১:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের মহড়ার সময়ে দুই উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। মধ্যাকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষের পর মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজ। পরস্পরের সঙ্গে সজোরে ধাক্কায় গুঁড়িয়ে মাটিতে পড়ে নিমেষেই। ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা মুহূর্তের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে উড়োজাহাজের মহাড়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং বি-১৭ বোমারু বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি বেল পি-৬৩ কিংকোবরা। দুই উড়োজাহাজে ৬ জন ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তাঁরা সবাই মারা গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মহড়ার সময় আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি উড়োজাহাজ। সংঘর্ষের পর একটি উড়োজাহাজ ভেঙে নিচে পড়ে যায়। বোয়িংটিও জ্বলন্ত অবস্থায় দূরে গিয়ে ছিটকে পড়ে।
ডালাসের মেয়র এরিক জনসন টুইটারে লিখেছেন, ‘আপনারা সবাই দেখেছেন, আমাদের শহরে উড়োজাহাজ মহড়ার সময়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখনো আমাদের কাছে বিস্তারিত বিবরণ আসেনি।’
বোয়িং বি-১৭ উড়োজাহাজটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সঙ্গে যুদ্ধে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উড়োজাহাজটির। এর পর থেকে এ ধরনের উড়োজাহাজ প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছে। আর পি-৬৩ কিংকোবরাজাতীয় উড়োজাহাজও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম তৈরি করা হয়েছিল। এগুলো ব্যবহার করত সোভিয়েত রাশিয়া।