ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়ে আমাদের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা যুক্তরাষ্ট্র উল্লেখ করেনি। তারা নিয়মিতভাবেই সবাইকে ভিসা দেন না। এটা তাদের নিজস্ব বিষয়ে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।
গতকাল বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। এ নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই উদ্বিগ্ন নয়। বর্তমান সময় ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে। যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা যুক্তরাষ্ট্র উল্লেখ করেনি তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই। আগে যেমন ছিল এখনো তেমনই আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহিদুজ্জামানা সরকার, আনোয়ার হোসেন হেলাল, ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক উপস্থিত ছিলেন। পরে শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন মন্ত্রী।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়ে আমাদের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

নওগাঁ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা যুক্তরাষ্ট্র উল্লেখ করেনি। তারা নিয়মিতভাবেই সবাইকে ভিসা দেন না। এটা তাদের নিজস্ব বিষয়ে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।
গতকাল বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। এ নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই উদ্বিগ্ন নয়। বর্তমান সময় ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে। যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা যুক্তরাষ্ট্র উল্লেখ করেনি তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই। আগে যেমন ছিল এখনো তেমনই আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহিদুজ্জামানা সরকার, আনোয়ার হোসেন হেলাল, ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক উপস্থিত ছিলেন। পরে শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন মন্ত্রী।