ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের ফ্রিম্যান স্টুডিওতে প্রশিক্ষণ নেবেন পারসা ইভানা

  • আপডেট সময় : ০৫:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল হিসেবে শোবিজে এসেছিলেন তিনি। তবে একজন অভিনেত্রী হিসেবেই থিতু হয়েছেন। এবার তিনি অভিনয় শেখায় মন দিচ্ছেন। পারসা ইভানা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিনয় প্রশিক্ষণের খ্যাতনামা স্টুডিও ‘দ্য ফ্রিম্যান স্টডিও’তে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেয়েছেন। মূলত অভিনয়ে ‘প্রপার টেকনিক ও ক্যামেরা পারফরম্যান্স’ বিষয়ে আট সপ্তাহ এই প্রশিক্ষণের সুযোগ পেলেন অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট অভিনয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই কিছুদিন আগে পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে গত ৮ মার্চ তাকে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেছেন। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পারসা। কারণ তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল এই স্টুডিতে অভিনয়ে প্রশিক্ষনণ নেবার।

পারসা ইভানা বলেন, ‘আমি কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। আমাকে আটটি মনোলোগ পাঠিয়েছিল তারা। সেখান থেকে ২/৩ পৃষ্টার একটি সিলেক্ট করতে হয়েছে। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, ‘তুমিতো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি আরো অভিনয়ে আরো প্রশিক্ষন নিতে চাও?’ উত্তরে আমি বললাম, ‘আমি কখনো অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিষদ জানতে চাই আমি।

’ এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং তৎক্ষণাতই তিনি বলে দিলেন যে, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চুড়ান্ত হয়েছো।’ ‘যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিলো কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে মজার বিষয় হলো যে আমি একটিতে আবেদন করেই নির্বাচিত হয়েগেছি। এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিলো। সবার কাছে দোয়া চাই যেন আমি ঠিকঠাক মতো দ্য ফ্রিম্যান স্টুডিওতে গিয়ে কোর্সটা সম্পন্ন করে আসতে পারি’- যোগ করেন পারসা।

সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। আগামী ঈদে ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নির্মিত ‘হোসেইন’ নাটকে পারসা ইভানাকে দেখা যাবে। এতে তার সহশিল্পী পলাশ ও পাভেল।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের ফ্রিম্যান স্টুডিওতে প্রশিক্ষণ নেবেন পারসা ইভানা

আপডেট সময় : ০৫:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক: অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল হিসেবে শোবিজে এসেছিলেন তিনি। তবে একজন অভিনেত্রী হিসেবেই থিতু হয়েছেন। এবার তিনি অভিনয় শেখায় মন দিচ্ছেন। পারসা ইভানা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিনয় প্রশিক্ষণের খ্যাতনামা স্টুডিও ‘দ্য ফ্রিম্যান স্টডিও’তে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেয়েছেন। মূলত অভিনয়ে ‘প্রপার টেকনিক ও ক্যামেরা পারফরম্যান্স’ বিষয়ে আট সপ্তাহ এই প্রশিক্ষণের সুযোগ পেলেন অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট অভিনয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই কিছুদিন আগে পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে গত ৮ মার্চ তাকে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেছেন। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পারসা। কারণ তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল এই স্টুডিতে অভিনয়ে প্রশিক্ষনণ নেবার।

পারসা ইভানা বলেন, ‘আমি কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। আমাকে আটটি মনোলোগ পাঠিয়েছিল তারা। সেখান থেকে ২/৩ পৃষ্টার একটি সিলেক্ট করতে হয়েছে। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, ‘তুমিতো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি আরো অভিনয়ে আরো প্রশিক্ষন নিতে চাও?’ উত্তরে আমি বললাম, ‘আমি কখনো অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিষদ জানতে চাই আমি।

’ এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং তৎক্ষণাতই তিনি বলে দিলেন যে, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চুড়ান্ত হয়েছো।’ ‘যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিলো কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে মজার বিষয় হলো যে আমি একটিতে আবেদন করেই নির্বাচিত হয়েগেছি। এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিলো। সবার কাছে দোয়া চাই যেন আমি ঠিকঠাক মতো দ্য ফ্রিম্যান স্টুডিওতে গিয়ে কোর্সটা সম্পন্ন করে আসতে পারি’- যোগ করেন পারসা।

সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। আগামী ঈদে ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নির্মিত ‘হোসেইন’ নাটকে পারসা ইভানাকে দেখা যাবে। এতে তার সহশিল্পী পলাশ ও পাভেল।