ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত

যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে নিজের প্রকৃত চেহারা দেখাচ্ছে পাকিস্তান

  • আপডেট সময় : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সম্প্রতি যুক্তরাষ্ট্রে সম্ভাব্য পরমাণু অস্ত্র হামলার যে হুমকি দিয়েছেন, তার নিন্দা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আজ সোমবার এক বিবৃতিতে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে নিজের প্রকৃত চেহারা দেখাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানকে একটি ‘দায়িত্বহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ’ দেশ উল্লেখ করে ভারতের কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সাম্প্রতিক মন্তব্যে এটা আরও একবার স্পষ্ট হলো যে পাকিস্তান একটি দায়িত্বহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ রাষ্ট্র। পরমাণু অস্ত্রের অধিকারী হতে হলে যে দায়িত্বশীলতা একটি রাষ্ট্রের থাকতে হয়— পাকিস্তানের তা নেই। তার বক্তব্যে আরও একটি ব্যাপার স্পষ্ট হয়েছে এবং তা হলো, যখনই যুক্তরাষ্ট্র প্রশ্রয় দেয়— তখনই তারা নিজেদের প্রকৃত রং বা চেহারা দেখানো আরম্ভ করে।০
পাকিস্তানে যে গণতন্ত্রের অস্তিত্ব নেই—অসীম মুনিরের সাম্প্রতিক বক্তব্য তার প্রমাণ। সামরিক বাহিনী পুরো দেশকে নিয়ন্ত্রণ করে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টিনোম)-এর আমন্ত্রণে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। সম্প্রতি সেখানে ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে (পরমাণু অস্ত্র হামলার মাধ্যমে) অর্ধেক বিশ্ব ধসিয়ে দেবে সেনাবাহিনী। আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি যে আমরা ধ্বংস হচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব, অনুষ্ঠানে বলেছেন ফিল্ড মার্শাল মুনির।

গত এপ্রিলে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে জঙ্গি হামলা এবং ২৬ জন ভারতীয় পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে সরাসরি দায়ী করে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সিন্ধু নদের ওপর বাঁধ নির্মাণ করা হবে। ফ্লোরিডার অনুষ্ঠানে এর জবাবে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেবো। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আর আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই, আলহামদুলিল্লাহ। সূত্র: এনডিটিভি

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসির নির্বাচন বাতিলের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন

পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত

যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে নিজের প্রকৃত চেহারা দেখাচ্ছে পাকিস্তান

আপডেট সময় : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

প্রত্যাশা ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সম্প্রতি যুক্তরাষ্ট্রে সম্ভাব্য পরমাণু অস্ত্র হামলার যে হুমকি দিয়েছেন, তার নিন্দা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আজ সোমবার এক বিবৃতিতে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে নিজের প্রকৃত চেহারা দেখাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানকে একটি ‘দায়িত্বহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ’ দেশ উল্লেখ করে ভারতের কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সাম্প্রতিক মন্তব্যে এটা আরও একবার স্পষ্ট হলো যে পাকিস্তান একটি দায়িত্বহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ রাষ্ট্র। পরমাণু অস্ত্রের অধিকারী হতে হলে যে দায়িত্বশীলতা একটি রাষ্ট্রের থাকতে হয়— পাকিস্তানের তা নেই। তার বক্তব্যে আরও একটি ব্যাপার স্পষ্ট হয়েছে এবং তা হলো, যখনই যুক্তরাষ্ট্র প্রশ্রয় দেয়— তখনই তারা নিজেদের প্রকৃত রং বা চেহারা দেখানো আরম্ভ করে।০
পাকিস্তানে যে গণতন্ত্রের অস্তিত্ব নেই—অসীম মুনিরের সাম্প্রতিক বক্তব্য তার প্রমাণ। সামরিক বাহিনী পুরো দেশকে নিয়ন্ত্রণ করে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টিনোম)-এর আমন্ত্রণে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। সম্প্রতি সেখানে ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে (পরমাণু অস্ত্র হামলার মাধ্যমে) অর্ধেক বিশ্ব ধসিয়ে দেবে সেনাবাহিনী। আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি যে আমরা ধ্বংস হচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব, অনুষ্ঠানে বলেছেন ফিল্ড মার্শাল মুনির।

গত এপ্রিলে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে জঙ্গি হামলা এবং ২৬ জন ভারতীয় পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে সরাসরি দায়ী করে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সিন্ধু নদের ওপর বাঁধ নির্মাণ করা হবে। ফ্লোরিডার অনুষ্ঠানে এর জবাবে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেবো। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আর আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই, আলহামদুলিল্লাহ। সূত্র: এনডিটিভি

আজকের প্রত্যাশা/কেএমএএ