আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। স্থানীয় সময় গত শুক্রবার রাত ১০টায় একটি পার্কে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।
রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর একটি পার্কে গুলি চালানোর ঘটনায় তিনজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।
লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে স্থানীয় সময় রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে বলে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে লাস ক্রুসেস পুলিশ।
নিহতদের মধ্যে দুজন ১৯ বছর বয়সী পুরুষ এবং একজন ১৬ বছর বয়সী কিশোর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ নিহত বা আহতদের নাম প্রকাশ করেনি।
বিবৃতি অনুসারে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এফবিআই এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে।