ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানবে না ইউক্রেন

  • আপডেট সময় : ০২:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : রাশিয়ার ভূখ-ে আঘাত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া দূরপাল্লার অস্ত্র ব্যবহার করবে না ইউক্রেন। শুধুমাত্র অধিকৃত ইউক্রেনীয় ভূখ-ে রাশিয়ার ইউনিটগুলোকে এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানানো হবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ রোববার এ তথ্য জানিয়েছেন। রেজনিকভ সংবাদ সম্মেলনে বরেছেন, ‘আমরা সবসময় আমাদের অংশীদারদের আনুষ্ঠানিকভাবে বলে আসছি, আমরা রাশিয়ার ভূখ-ে গুলি চালানোর জন্য বিদেশি অংশীদারদের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করব না। আমরা কেবলমাত্র অস্থায়ীভাবে দখল করা ইউক্রেনের ভূখ-ে রাশিয়ান ইউনিটের উপর গুলি চালাই।’ কিয়েভকে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য দুই বিলিয়ন ডলারেরও বেশি মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় দ্বিগুণ দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ওয়াশিংটন।
এর আগে, যুক্তরাষ্ট্রের কাছে ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছিল ইউক্রেন। তবে ওয়াশিংটন সেই অনুরোধ প্রত্যাখ্যান করে ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র সরবরাহে সম্মত হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানবে না ইউক্রেন

আপডেট সময় : ০২:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

বিদেশের খবর ডেস্ক : রাশিয়ার ভূখ-ে আঘাত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া দূরপাল্লার অস্ত্র ব্যবহার করবে না ইউক্রেন। শুধুমাত্র অধিকৃত ইউক্রেনীয় ভূখ-ে রাশিয়ার ইউনিটগুলোকে এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানানো হবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ রোববার এ তথ্য জানিয়েছেন। রেজনিকভ সংবাদ সম্মেলনে বরেছেন, ‘আমরা সবসময় আমাদের অংশীদারদের আনুষ্ঠানিকভাবে বলে আসছি, আমরা রাশিয়ার ভূখ-ে গুলি চালানোর জন্য বিদেশি অংশীদারদের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করব না। আমরা কেবলমাত্র অস্থায়ীভাবে দখল করা ইউক্রেনের ভূখ-ে রাশিয়ান ইউনিটের উপর গুলি চালাই।’ কিয়েভকে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য দুই বিলিয়ন ডলারেরও বেশি মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় দ্বিগুণ দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ওয়াশিংটন।
এর আগে, যুক্তরাষ্ট্রের কাছে ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছিল ইউক্রেন। তবে ওয়াশিংটন সেই অনুরোধ প্রত্যাখ্যান করে ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র সরবরাহে সম্মত হয়েছে।