ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের তুলনায় বার্মিংহামে ‘উন্নতি’ ইমরানের

  • আপডেট সময় : ১২:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • ২২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডেই বসবাস বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। বার্মিংহামের কমনওয়েলথ গেমসে তাই তাকে ঘিরে প্রত্যাশা কম ছিল না। তবে ১০০ মিটার স্প্রিন্টে লন্ডন প্রবাসী অ্যাথলেট প্রত্যাশা পূরণ করতে পারেননি। হিটে তৃতীয় ও সব মিলিয়ে ৩৩তম হয়ে তাকে বাদ পড়তে হয়েছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০.৪৭ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন ইমরান। আর মঙ্গলবার সাত নম্বর হিটে অংশ নিয়ে তৃতীয় হয়েছেন, টাইমিং ছিল ১০.৪৬ সেকেন্ড। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় তুলনা ‘উন্নতি’ হয়েছে তার। ১০.৩৯ সেকেন্ড টাইমিং নিয়ে সবশেষ প্রতিযোগী হিসেবে সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার জেইক ডোরান। নিজের সেরা সাফল্যের কাছাকাছি টাইমিং করতে পারলে ইমরানও থাকতে পারতেন সেমিফাইনালে।মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। তিন নম্বর হিটে সাতজনের মধ্যে সপ্তম হয়েছেন সুমাইয়া। যদিও তার প্রাপ্তি নিজস্ব সেরা টাইমিং। তিনি সময় নিয়েছেন ১২.৪২ সেকেন্ড। সব মিলিয়ে ২১ প্রতিযোগীর মধ্যে ১৯তম হয়েছেন সুমাইয়া। শীর্ষে থাকা নাইজেরিয়ার গ্রেস নওকোয়াচার চেয়ে সুমাইয়া নিয়েছেন ১.৪৩ সেকেন্ড বেশি সময়।কনওয়েলথ গেমস সাঁতারে পুরুষদের ৫০ মিটার ফ্রি স্টাইলের ষষ্ঠ হিটে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেন বাংলাদেশের আসিফ রেজা। তিনি সময় নিয়েছেন ২৪.৬৭ সেকেন্ড। ৭১ সাঁতারুর মধ্যে ৪৪তম হওয়া আসিফ শীর্ষে থেকে শেষ করা ইংল্যান্ডের লুইস এডওয়ার্ড বারাসের চেয়ে সময় নিয়েছেন ২.৫৮ সেকেন্ড বেশি।ভারোত্তলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা। মোট ১৭০ কেজি ওজন তুলে ১১ প্রতিযোগীর মধ্যে নবম হয়েছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের তুলনায় বার্মিংহামে ‘উন্নতি’ ইমরানের

আপডেট সময় : ১২:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডেই বসবাস বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। বার্মিংহামের কমনওয়েলথ গেমসে তাই তাকে ঘিরে প্রত্যাশা কম ছিল না। তবে ১০০ মিটার স্প্রিন্টে লন্ডন প্রবাসী অ্যাথলেট প্রত্যাশা পূরণ করতে পারেননি। হিটে তৃতীয় ও সব মিলিয়ে ৩৩তম হয়ে তাকে বাদ পড়তে হয়েছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০.৪৭ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন ইমরান। আর মঙ্গলবার সাত নম্বর হিটে অংশ নিয়ে তৃতীয় হয়েছেন, টাইমিং ছিল ১০.৪৬ সেকেন্ড। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় তুলনা ‘উন্নতি’ হয়েছে তার। ১০.৩৯ সেকেন্ড টাইমিং নিয়ে সবশেষ প্রতিযোগী হিসেবে সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার জেইক ডোরান। নিজের সেরা সাফল্যের কাছাকাছি টাইমিং করতে পারলে ইমরানও থাকতে পারতেন সেমিফাইনালে।মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। তিন নম্বর হিটে সাতজনের মধ্যে সপ্তম হয়েছেন সুমাইয়া। যদিও তার প্রাপ্তি নিজস্ব সেরা টাইমিং। তিনি সময় নিয়েছেন ১২.৪২ সেকেন্ড। সব মিলিয়ে ২১ প্রতিযোগীর মধ্যে ১৯তম হয়েছেন সুমাইয়া। শীর্ষে থাকা নাইজেরিয়ার গ্রেস নওকোয়াচার চেয়ে সুমাইয়া নিয়েছেন ১.৪৩ সেকেন্ড বেশি সময়।কনওয়েলথ গেমস সাঁতারে পুরুষদের ৫০ মিটার ফ্রি স্টাইলের ষষ্ঠ হিটে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেন বাংলাদেশের আসিফ রেজা। তিনি সময় নিয়েছেন ২৪.৬৭ সেকেন্ড। ৭১ সাঁতারুর মধ্যে ৪৪তম হওয়া আসিফ শীর্ষে থেকে শেষ করা ইংল্যান্ডের লুইস এডওয়ার্ড বারাসের চেয়ে সময় নিয়েছেন ২.৫৮ সেকেন্ড বেশি।ভারোত্তলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা। মোট ১৭০ কেজি ওজন তুলে ১১ প্রতিযোগীর মধ্যে নবম হয়েছেন তিনি।