আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলায় দুই আইএস যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে অপর একজন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিন মার্কিন সেনাবাহিনীর এক বার্তায় জানানো হয়, আফগানিস্তানের নানগারহার প্রদেশের আইএসআইএস-কে এর ঘাটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় কাবুল বিমানবন্দরের বাইরে চালানো আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারী ও তার সহযোগী নিহত হয়। আহত হয় আরও একজন।
এদিকে স্থানীয় সময় গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে বলেছেন, ‘এই হামলাই শেষ নয়। যে ব্যক্তিই এই ধরনের দুর্বৃত্তিপূর্ণ হামলা চলাবে তাদেরই আমরা কড়া জবাব দিবো। তাদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে।’ এদিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় আইএস এর চালানো আত্মঘাতী বোমা হামলায় নিহত মার্কিন সেনাদের নাম প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ২ আইএস যোদ্ধা নিহত, আহত ১
জনপ্রিয় সংবাদ