ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে বন্যায় ২৫ প্রাণহানি

  • আপডেট সময় : ০৩:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

বিবিসি : যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি অঙ্গরাজ্যে বন্যায় কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যটির পূর্বাঞ্চলের অ্যাপালাচিয়া বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে এ অঞ্চলের প্রায় ৩৩ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিবিসির খবর। ক্যান্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে কয়েকশ বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্যায় তলিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ বন্যাকে বড় একটি দুর্যোগ বলে আখ্যায়িত করে কেন্দ্র সরকারের সহায়তার নির্দেশ দিয়েছেন। বন্যাকবলিত এলাকায় ন্যাশনাল গার্ডের সঙ্গে আকাশপথে ভ্রমণ করে গভর্নর বেসিয়ার বলেন, বন্যাটি এখন পর্যন্ত তার দেখে সবচেয়ে ভয়াবহ। তিনি বলেন, এখনও সেখানে অনেক লোক রয়েছে, এখনও অনেক লোকের হিসাব নেই। আমরা তাদের সবাইকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নিখোঁজদের খুঁজে পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। উদ্ধারকর্মীরা নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করে কয়েক হাজার মানুষকে উদ্ধার করেছেন। বিবিসির খবরে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাটি ব্যাপক দারিদ্র্যপীড়িত। মুষলধারে বৃষ্টিতে কাদা ও ধসের কারণে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গভর্নর বেসিয়ার জানান, অ্যাপালাচিয়ায় এর আগেও আকস্মিক বন্যা হয়েছে, কিন্তু এবারের বন্যার মতো অবস্থা আগে দেখা যায়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে বন্যায় ২৫ প্রাণহানি

আপডেট সময় : ০৩:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২

বিবিসি : যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি অঙ্গরাজ্যে বন্যায় কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যটির পূর্বাঞ্চলের অ্যাপালাচিয়া বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে এ অঞ্চলের প্রায় ৩৩ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিবিসির খবর। ক্যান্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে কয়েকশ বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্যায় তলিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ বন্যাকে বড় একটি দুর্যোগ বলে আখ্যায়িত করে কেন্দ্র সরকারের সহায়তার নির্দেশ দিয়েছেন। বন্যাকবলিত এলাকায় ন্যাশনাল গার্ডের সঙ্গে আকাশপথে ভ্রমণ করে গভর্নর বেসিয়ার বলেন, বন্যাটি এখন পর্যন্ত তার দেখে সবচেয়ে ভয়াবহ। তিনি বলেন, এখনও সেখানে অনেক লোক রয়েছে, এখনও অনেক লোকের হিসাব নেই। আমরা তাদের সবাইকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নিখোঁজদের খুঁজে পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। উদ্ধারকর্মীরা নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করে কয়েক হাজার মানুষকে উদ্ধার করেছেন। বিবিসির খবরে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাটি ব্যাপক দারিদ্র্যপীড়িত। মুষলধারে বৃষ্টিতে কাদা ও ধসের কারণে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গভর্নর বেসিয়ার জানান, অ্যাপালাচিয়ায় এর আগেও আকস্মিক বন্যা হয়েছে, কিন্তু এবারের বন্যার মতো অবস্থা আগে দেখা যায়নি।