ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত

  • আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদনও দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি-ভিশন সফটও্যার ও এর সঙ্গে আণুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম কিনতে চায় ভারত। “কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়্যারনেস সফটওয়্যার (সি-ভিশন) এবং আনুষাঙ্গিক উপকরণ বিক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এই প্যাকেজে মূল্য ১৩ কোটি ১০ লাখ ডলার”, বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

আরও বলা হয়েছে, “এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার জন্য সহায়ক হবে। ভারতের নৌবাহিনীর সচেতনতা, বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি-ভিশন সফটওয়্যার। নিজেদের সামরিক বহরে সি-ভিশন এবং এর আণুষাঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনো সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না।” গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে গত ১১ দিন ধরে চরম উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে পরমাণু অস্ত্রধারী এ দু’দেশের মধ্যে। এমন আবহেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত।

শরীরে বোমা বেঁধে পাকিস্তানে যেতে চান মন্ত্রী
শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে যাওয়ার হুমকি দিয়েছেন ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একজন মন্ত্রী। রাজ্যের আবাসন, ওয়াকফ ও সংখ্যালঘুকল্যাণ বিষয়ক মন্ত্রী বিজেড জামির খান শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়েছেন। মন্ত্রী জামির খান বলেছেন, তিনি আত্মঘাতী বোমা শরীরে বেঁধে পাকিস্তানে যেতে ইচ্ছুক। গত সপ্তাহে জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর ইসলামাবাদ-নয়াদিল্লির তীব্র উত্তেজনার মাঝে এমন হুমকি দিয়েছেন ভারতীয় ওই মন্ত্রী। রাজ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যদি যুদ্ধের প্রয়োজন হয়, তাহলে সেই যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন তিনি। ‘‘আমরা ভারতীয়রা, আমরা হিন্দুস্তানি। আমাদের সঙ্গে পাকিস্তানের কোনও সংযোগ নেই। পাকিস্তানের বিরুদ্ধে যদি আমাদের যুদ্ধে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি লড়াইয়ের জন্য প্রস্তুত।’’ কংগ্রেসের এই নেতা বলেন, তারা যদি আমাকে পাঠাতে চান, তাহলে মন্ত্রী হিসেবে আমি সম্মুখ সারিতে যেতে চাই। প্রয়োজনে আমি শরীরে আত্মঘাতী বোমা পরব। আমি নিছক মজা করছি না কিংবা অযথা কথা বলছি না। যদি আমাকে দেশের প্রয়োজন হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলবো, আমাকে একটি আত্মঘাতী বোমা দিন, আমি পাকিস্তানে যাব। এর আগে কংগ্রেস দলীয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের পক্ষে নন বলে মন্তব্য করে দেশটিতে তুমুল সমালোচনার মুখে পড়েন। সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই কংগ্রেসের নেতা ও মন্ত্রী বিজেড জামির খান পাকিস্তানে যুদ্ধে যাওয়ার পক্ষে কথা বলেছেন। সূত্র: এনডিটিভি, এএনাই

 

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত

আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদনও দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি-ভিশন সফটও্যার ও এর সঙ্গে আণুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম কিনতে চায় ভারত। “কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়্যারনেস সফটওয়্যার (সি-ভিশন) এবং আনুষাঙ্গিক উপকরণ বিক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এই প্যাকেজে মূল্য ১৩ কোটি ১০ লাখ ডলার”, বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

আরও বলা হয়েছে, “এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার জন্য সহায়ক হবে। ভারতের নৌবাহিনীর সচেতনতা, বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি-ভিশন সফটওয়্যার। নিজেদের সামরিক বহরে সি-ভিশন এবং এর আণুষাঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনো সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না।” গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে গত ১১ দিন ধরে চরম উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে পরমাণু অস্ত্রধারী এ দু’দেশের মধ্যে। এমন আবহেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত।

শরীরে বোমা বেঁধে পাকিস্তানে যেতে চান মন্ত্রী
শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে যাওয়ার হুমকি দিয়েছেন ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একজন মন্ত্রী। রাজ্যের আবাসন, ওয়াকফ ও সংখ্যালঘুকল্যাণ বিষয়ক মন্ত্রী বিজেড জামির খান শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়েছেন। মন্ত্রী জামির খান বলেছেন, তিনি আত্মঘাতী বোমা শরীরে বেঁধে পাকিস্তানে যেতে ইচ্ছুক। গত সপ্তাহে জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর ইসলামাবাদ-নয়াদিল্লির তীব্র উত্তেজনার মাঝে এমন হুমকি দিয়েছেন ভারতীয় ওই মন্ত্রী। রাজ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যদি যুদ্ধের প্রয়োজন হয়, তাহলে সেই যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন তিনি। ‘‘আমরা ভারতীয়রা, আমরা হিন্দুস্তানি। আমাদের সঙ্গে পাকিস্তানের কোনও সংযোগ নেই। পাকিস্তানের বিরুদ্ধে যদি আমাদের যুদ্ধে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি লড়াইয়ের জন্য প্রস্তুত।’’ কংগ্রেসের এই নেতা বলেন, তারা যদি আমাকে পাঠাতে চান, তাহলে মন্ত্রী হিসেবে আমি সম্মুখ সারিতে যেতে চাই। প্রয়োজনে আমি শরীরে আত্মঘাতী বোমা পরব। আমি নিছক মজা করছি না কিংবা অযথা কথা বলছি না। যদি আমাকে দেশের প্রয়োজন হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলবো, আমাকে একটি আত্মঘাতী বোমা দিন, আমি পাকিস্তানে যাব। এর আগে কংগ্রেস দলীয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের পক্ষে নন বলে মন্তব্য করে দেশটিতে তুমুল সমালোচনার মুখে পড়েন। সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই কংগ্রেসের নেতা ও মন্ত্রী বিজেড জামির খান পাকিস্তানে যুদ্ধে যাওয়ার পক্ষে কথা বলেছেন। সূত্র: এনডিটিভি, এএনাই