প্রযুক্তি ডেস্ক: যুক্তরাজ্যে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল চালু করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। এর ফলে প্রচলিত বা সাধারণ সার্চ ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
পরিচিত গুগল সার্চের বদলে এ নতুন টুলটি ব্যবহারকারীদের জটিল বা বহুমুখী প্রশ্ন জানতে চাওয়ার সুযোগ এবং সেইসব প্রশ্নের উত্তর দিতে এআই ব্যবহার করবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
গুগল দাবি করেছে, এ নতুন টুলটি মানুষকে দীর্ঘ বা বিস্তারিত প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে এবং ইন্টারনেটে ছড়িয়ে থাকা নানা তথ্যকে গুছিয়ে উপস্থাপন করবে। তবে এরকম এআইভিত্তিক ফিচার আনার ক্ষেত্রে এর আগেও ভালো-মন্দ দুইরকম প্রতিক্রিয়াই পেয়েছে গুগল। অনেকেই সমালোচনা করে বলেছেন, ওয়েবভিত্তিক বিভিন্ন ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ভুল বা বিভ্রান্তিকর তথ্যও প্রচার করতে পারে এসব ফিচার। এর আগে, গুগলের এ নতুন এআই টুলটি যুক্তরাষ্ট্র ও ভারতে চালু হয়েছে। এখন থেকে যুক্তরাজ্যের ব্যবহারকারীরাও টুলটি ব্যবহার করতে পারবেন।
মঙ্গলবার (২৯ জুলাই) থেকে যুক্তরাজ্যে অ্যান্ড্রয়েড ও অ্যাপল স্মার্টফোনের জন্য গুগল সার্চের ফলাফলের পাশে একটা আলাদা ‘এআই’ ট্যাবে দেখা যাবে এআই মোড। কয়েক দিনের মধ্যে যুক্তরাজ্যের সব ব্যবহারকারী এ টুল ব্যবহারের সুযোগ পাবেন। ফিচারটি যুক্তরাষ্ট্রে চালু হয়েছিল মে মাসের শেষ দিকে। এরপর জুলাইয়ের শুরুতে ভারতে চালু হয়। এরইমধ্যে সার্চের ভেতরে ‘এআই ওভারভিউ’ নামে আরেকটি ফিচার চালু করেছে গুগল, যা যে কোনো প্রশ্নের সারাংশ বা সরাসরি উত্তর রিখে দিতে পারে।
গুগলের সার্চ বিভাগের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট হেমা বুদরাজু বলেছেন, এ নতুন ফিচারটি অনলাইনে তথ্য খোঁজার ধরনে ‘বড় পরিবর্তনের ইঙ্গিত’ দিচ্ছে। কারণ, মানুষ এখন আর কেবল ছোট ছোট শব্দ বা প্রশ্ন লিখছে না, বরং লম্বা ও জটিল প্রশ্নও করছে। সেসব প্রশ্নের উপযুক্ত উত্তর দিতে পারবে এ নতুন ফিচার। ফিচারটি চালুর কথা উল্লেখ করে এক ব্লগ পোস্টে বুদরাজু বলেছেন, এআই মোডটি হচ্ছে, নতুন ও সহজবোধ্য এক উপায়, যা আপনার সবচেয়ে জটিল ও বহুমুখী বিভিন্ন প্রশ্নকে সঠিকভাবে বুঝে উত্তর দিতে পারবে এবং আপনার কৌতূহলকে আরো সমৃদ্ধ উপায়ে মেটাতে সাহায্য করবে। যারা বিভিন্ন পণ্য কীভাবে আলাদা সেটি বুঝতে চান, ভ্রমণের জন্য পরিকল্পনা করতে চান ও কঠিন কোনো কাজ কীভাবে করতে হয় তা সহজে শিখে নিতে চান তাদের জন্য এ এআই মোড বিশেষভাবে উপকারি। আমরা দেখেছি, বর্তমানে এআই মোডের প্রাথমিক ব্যবহারকারীরা এমন সব প্রশ্ন করছেন, যা প্রচলিত সার্চ ব্যবস্থায় করা প্রশ্নের চেয়ে দুই বা তিনগুণ বেশি দীর্ঘ। গুগলের সর্বশেষ এআই মডেল জেমিনাই ২.৫ দিয়ে তৈরি এ নতুন টুল ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা এমন প্রশ্ন করতে পারবেন, যা আগে বুঝতে ও উত্তর দিতে অনেক সার্চ করতে হত। বিভিন্ন প্রশ্নকে ছোট ছোট উপ-বিষয়ে ভাগ করে নেয় নতুন এই সার্চ পদ্ধতিটি। তারপর প্রতিটি অংশ আলাদাভাবে খুঁজে দেখে ও শেষে সব তথ্য মিলিয়ে ব্যবহারকারীকে পূর্ণাঙ্গ উত্তর দেয় বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
টুলটি ‘মাল্টিমোডাল সার্চ’ও করবে, যার মানে টেক্সট, ভয়েস বা ছবির মাধ্যমে সার্চ করতে পারবেন ব্যবহারকারীরা। বুদরাজু বলেছেন, মানুষের জন্য আগে যেসব তথ্য খুঁজে পাওয়া কঠিন ছিল, তা সহজেই খুঁজে পাওয়ার সুযোগ করে দেবে এই টুল। এটি এক বড় পরিবর্তনের কেবল শুরু।