ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

যুক্তরাজ্যে নতুন বিপদ ‘ডেল্টা প্লাস’, অভয় দিলেন গবেষকরা

  • আপডেট সময় : ১০:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ১৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ডেল্টা প্লাস নামে করোনার নতুন এক ধরনের সংক্রমণের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। নতুন এই ধরনের দ্রুত ছড়ানোর ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন তারা। তবে দ্রুত ছড়ালেও বর্তমান টিকা এই ভ্যারিয়েন্টেও কার্যকর বলে আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা।
বিবিসি জানিয়েছে, ডেল্টা প্লাস কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (হেলথ সিকিউরিটি এজেন্সি ইউকেএইচএসএ)। আবার ডেল্টা প্লাসে সংক্রমিত হলে গুরুতর অসুস্থ হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা তারও প্রমাণ পাওয়া যায়নি।
যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনার ডেল্টা ধরনেই বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তবে ডেল্টা প্লাস অথবা এওয়াই.ফোর.টু ধরনের সংক্রমণও বাড়ছে সেখানে। যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক এক জরিপ বলছে, ডেল্টা প্লাসে সংক্রমণের হার ৬ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা প্লাসের বিরুদ্ধে টিকা কার্যকর না হওয়ার কোনো ঝুঁকি নেই। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, প্রাথমিক কিছু তথ্য–প্রমাণে দেখা গেছে, যুক্তরাজ্যে ডেল্টা ধরনের তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণ বেশি বাড়তে পারে।
ইউকেএইচএসএ আরও বলছে, গত কয়েক মাসে যুক্তরাজ্যে ডেল্টা ধরনের সংক্রমণ বাড়ছে। প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে ধারণা করা যায়, ডেল্টার তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণ দ্রুত ছড়াতে পারে। তবে ডেল্টা প্লাসের সংক্রমণ খুব ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন না গবেষকরা।
বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক কিছু তথ্য–প্রমাণে দেখা গেছে, যুক্তরাজ্যে ডেল্টা ধরনের তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণ বেশি বাড়তে পারে। বড় ধরনের পদক্ষেপ বা চলমান ভ্যাকসিন প্রক্রিয়ায় তা রোধ করতে হবে বলে জানিয়েছেন তারা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে নতুন বিপদ ‘ডেল্টা প্লাস’, অভয় দিলেন গবেষকরা

আপডেট সময় : ১০:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ডেল্টা প্লাস নামে করোনার নতুন এক ধরনের সংক্রমণের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। নতুন এই ধরনের দ্রুত ছড়ানোর ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন তারা। তবে দ্রুত ছড়ালেও বর্তমান টিকা এই ভ্যারিয়েন্টেও কার্যকর বলে আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা।
বিবিসি জানিয়েছে, ডেল্টা প্লাস কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (হেলথ সিকিউরিটি এজেন্সি ইউকেএইচএসএ)। আবার ডেল্টা প্লাসে সংক্রমিত হলে গুরুতর অসুস্থ হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা তারও প্রমাণ পাওয়া যায়নি।
যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনার ডেল্টা ধরনেই বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তবে ডেল্টা প্লাস অথবা এওয়াই.ফোর.টু ধরনের সংক্রমণও বাড়ছে সেখানে। যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক এক জরিপ বলছে, ডেল্টা প্লাসে সংক্রমণের হার ৬ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা প্লাসের বিরুদ্ধে টিকা কার্যকর না হওয়ার কোনো ঝুঁকি নেই। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, প্রাথমিক কিছু তথ্য–প্রমাণে দেখা গেছে, যুক্তরাজ্যে ডেল্টা ধরনের তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণ বেশি বাড়তে পারে।
ইউকেএইচএসএ আরও বলছে, গত কয়েক মাসে যুক্তরাজ্যে ডেল্টা ধরনের সংক্রমণ বাড়ছে। প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে ধারণা করা যায়, ডেল্টার তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণ দ্রুত ছড়াতে পারে। তবে ডেল্টা প্লাসের সংক্রমণ খুব ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন না গবেষকরা।
বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক কিছু তথ্য–প্রমাণে দেখা গেছে, যুক্তরাজ্যে ডেল্টা ধরনের তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণ বেশি বাড়তে পারে। বড় ধরনের পদক্ষেপ বা চলমান ভ্যাকসিন প্রক্রিয়ায় তা রোধ করতে হবে বলে জানিয়েছেন তারা।